X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিধি ভেঙে মেয়ের জন্য ভোট চাইছেন এমপি বাহার

কুমিল্লা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ২১:৩০আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২৩:৫৭

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৪ মার্চ) ওই ভিডিও ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার দোকানে দোকানে যাচ্ছেন। সেখানে দোকানে থাকা কর্মচারীদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং তাদের কাছে বাস প্রতীকে ভোট চাইছেন।

জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে, কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান তানিম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র জানিয়েছে জানায়, প্রচারণা শুরুর পর তিন প্রার্থী অভিযোগ করছিলেন, এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার তার মেয়ের বাস প্রতীকের পক্ষে বিভিন্ন সংবর্ধনার নামে ভোট চাইছেন। নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান কুমিল্লায় এলে তিন প্রার্থী এই বিষয়ে অভিযোগ করেন। পরে ওই নির্বাচন কমিশনার বলেন, এখন কোনও সংবর্ধনা নেওয়ার প্রয়োজন নেই। সেটা না করার জন্যও বলে যান।

এমপি বাহার ইসি আসার আগে ২৮ ফেব্রুয়ারি পরিবহন মালিক শ্রমিকদের আয়োজনে একটি সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসি কুমিল্লা থেকে যাওয়ার পর ১ মার্চ পূজা মণ্ডপের প্রতিনিধিদের সংবর্ধনা, ২ মার্চ দোকান মালিক সমিতির সংবর্ধনা, ৩ মার্চ চৌদ্দগ্রামবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করছেন এই সংসদ সদস্য এবং বাস প্রতীকের জন্য ভোট চাইছেন বলেও অভিযোগ করেন তার মেয়ের প্রতিদ্বন্দ্বীরা।

এই বিষয়ে জানতে এই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে কল দিলে তিনি বলেন, আমাকে ভিডিওটি পাঠান। স্যারকে পাঠাবো।

/এফআর/
সম্পর্কিত
সূচনার সূচনাতে থাকছে যানজট নিরসন
প্রথম নির্বাচনেই সূচনার রেকর্ড, চাইলেন সবার সহযোগিতা
কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৬ শতাংশ
সর্বশেষ খবর
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে