X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

অনুপ্রবেশকালে আরও ১৪ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

টেকনাফ প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ২৩:০৬আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২৩:০৬

মিয়ানমারে সংঘাতের মধ্যে দেশটি থেকে নৌকায় নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার (৪ মার্চ) সকালে টেকনাফের হ্নীলার লেদা এলাকায় দিয়ে নাফ নদ পেরিয়ে নৌকায় বাংলাদেশে অনুপ্রবেশকালে সীমান্তে বিজিবি তাদের বাধা দেয়। পরে একই সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তারা হলেন- নুরুল হক (৪০), জায়েদা (৩০), নূর কায়েস (৩০), ফতিজা (২৫)। বাকিরা শিশু। তারা সবাই মংডু এলাকার মাংঙ্গালা ও ফয়েজি পাড়ার বাসিন্দা।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে লড়াই চললেও বাংলাদেশ সীমান্ত সোমবার সকাল থেকে শান্ত রয়েছে। অন্যদিনের মতো গোলার শব্দ পাওয়া যায়নি। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা দিনরাত নাফ নদ ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সেটি চলমান এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে সবসময় প্রস্তুত বিজিবি ও কোস্ট গার্ড।

মিয়ানমার চলমান যুদ্ধে নাফ নদ দিয়ে অনুপ্রবেশকালে প্রায় ৪০০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছিল সীমান্তে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, রাখাইনে সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব পড়ছে সীমান্তের এপারের জনগোষ্ঠীর মধ্যেও। অনেক সময় যুদ্ধের গুলি ও মর্টার শেল এসে পড়ছে এপারে। এরকম ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। 
এ ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি নাফ নদ পেরিয়ে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসেছেন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ পাঁচ জন। পরে রোহিঙ্গাদের ওই নৌকাটিও প্রতিহত করে বিজিবি।

জানতে চাইলে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সকালে টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের প্রতিহত করা হয়েছে। আমরা সীমান্তে সব পরিস্থিতি মোকাবিলায় সর্তক অবস্থানে রয়েছি। নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

সীমান্তে সোমবার সকাল থেকে তেমন কোনও গোলার শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। 

তিনি বলেন, আগের তুলনায় সীমান্ত শান্ত রয়েছে। এরপরও সীমান্তে বসবাসকারী মানুষদের খোঁজ নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
‘রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব’
চীন সফর নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনরোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অধিকতর কার্যকর ভূমিকা চেয়েছে বিএনপি
বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে