X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অনুপ্রবেশকালে আরও ১৪ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

টেকনাফ প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ২৩:০৬আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২৩:০৬

মিয়ানমারে সংঘাতের মধ্যে দেশটি থেকে নৌকায় নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ফেরত পাঠিয়েছে বিজিবি। সোমবার (৪ মার্চ) সকালে টেকনাফের হ্নীলার লেদা এলাকায় দিয়ে নাফ নদ পেরিয়ে নৌকায় বাংলাদেশে অনুপ্রবেশকালে সীমান্তে বিজিবি তাদের বাধা দেয়। পরে একই সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তারা হলেন- নুরুল হক (৪০), জায়েদা (৩০), নূর কায়েস (৩০), ফতিজা (২৫)। বাকিরা শিশু। তারা সবাই মংডু এলাকার মাংঙ্গালা ও ফয়েজি পাড়ার বাসিন্দা।

এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে লড়াই চললেও বাংলাদেশ সীমান্ত সোমবার সকাল থেকে শান্ত রয়েছে। অন্যদিনের মতো গোলার শব্দ পাওয়া যায়নি। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা দিনরাত নাফ নদ ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সেটি চলমান এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে সবসময় প্রস্তুত বিজিবি ও কোস্ট গার্ড।

মিয়ানমার চলমান যুদ্ধে নাফ নদ দিয়ে অনুপ্রবেশকালে প্রায় ৪০০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছিল সীমান্তে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, রাখাইনে সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব পড়ছে সীমান্তের এপারের জনগোষ্ঠীর মধ্যেও। অনেক সময় যুদ্ধের গুলি ও মর্টার শেল এসে পড়ছে এপারে। এরকম ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। 
এ ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি নাফ নদ পেরিয়ে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসেছেন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ পাঁচ জন। পরে রোহিঙ্গাদের ওই নৌকাটিও প্রতিহত করে বিজিবি।

জানতে চাইলে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সকালে টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের প্রতিহত করা হয়েছে। আমরা সীমান্তে সব পরিস্থিতি মোকাবিলায় সর্তক অবস্থানে রয়েছি। নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

সীমান্তে সোমবার সকাল থেকে তেমন কোনও গোলার শব্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। 

তিনি বলেন, আগের তুলনায় সীমান্ত শান্ত রয়েছে। এরপরও সীমান্তে বসবাসকারী মানুষদের খোঁজ নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে