X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চার জোড়া স্পেশালসহ ২২ ট্রেনে চট্টগ্রাম ছাড়ছেন যাত্রীরা

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২৪, ২১:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:৫০

ঈদকে ঘিরে প্রতিদিন ট্রেনে চট্টগ্রাম ছাড়ছেন হাজার হাজার যাত্রী। ১৪টি আন্তনগর, চার জোড়া স্পেশাল ট্রেন এবং মেইলসহ মোট ২২টি ট্রেন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে সব ট্রেন যথাসময়ে গন্তব্যে ছেড়ে গেলেও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে ছাড়ে। সকাল সোয়া ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি চট্টগ্রাম ছেড়েছে প্রায় চার ঘণ্টা দেরিতে দুপুর দেড়টায়। শিডিউল বিপর্যয়ের কারণে এ ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে অন্যান্য ট্রেনের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে পরিবার-পরিজন নিয়ে যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পেরে আনন্দিত। এবার ট্রেনে এখন পর্যন্ত যাত্রীর চাপ কম। আগামীকাল (মঙ্গলবার) অগ্রিম টিকিটের যাত্রী পরিবহনের শেষ দিনে চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সোমবার প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে কক্সবাজার গেলো একটি স্পেশাল ট্রেন। প্রথমবারের মতো ট্রেনটি মাঝখানে ৮টি স্টেশনে যাত্রী আনা-নেওয়া করবে। প্রথমবারের মতো পরিবহন হিসেবে ট্রেন পেয়ে পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, দোহাজারী, চকরিয়া ও রামুর যাত্রীরা আনন্দিত। ঈদ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলছে। ট্রেন দুটি ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরদিন থেকে তিন দিন চলবে।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউন বলেন, ‘চট্টগ্রাম থেকে ১৪টি আন্তনগর, চার জোড়া স্পেশাল ট্রেনসহ মোট ২২টি ট্রেন বিভিন্ন গন্তব্যে দিনভর ছেড়ে যাবে। এসব ট্রেনে প্রায় ৩০ থেকে ৩২ হাজার যাত্রী চট্টগ্রাম থেকে গন্তব্যে যেতে পারছেন। এখন পর্যন্ত সবকটি ট্রেন যথাসময়ে গন্তব্যে ছেড়ে গেলেও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি সোয়া ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি ছেড়ে যায় দুপুর দেড়টায়।’

তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে সোমবার প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে কক্সবাজার গেলো একটি স্পেশাল ট্রেন। ট্রেনটি ৮টি স্টেশনে দাঁড়াবে এবং যাত্রী আনা-নেওয়া করবে। তবে সব রুটে এবার যাত্রীর চাপ স্বাভাবিক। যাত্রীদের কোনও প্রকার ভোগান্তি নেই।’

ট্রেনে যাত্রী পরিবহন এখনও স্বাভাবিক

রেলওয়ে সূত্র জানায়, গত ৩ এপ্রিল থেকে ট্রেনে অগ্রিম টিকিটে যাত্রী পরিবহন শুরু হয়। মঙ্গলবার (৯ এপ্রিল) পর্যন্ত চলবে অগ্রিম টিকিটে যাত্রী পরিবহন। এবার চট্টগ্রাম থেকে চার জোড়া (৮টি) ঈদ স্পেশাল ট্রেন রয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদ স্পেশাল (চারটি ট্রেন), চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল (দুটি ট্রেন) ট্রেন চলছে। এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত চলবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রেনে যাত্রী পরিবহন এখনও স্বাভাবিক। যাত্রীদের অতিরিক্ত কোনও চাপ নেই। মঙ্গলবার থেকে চট্টগ্রামে গার্মেন্টসসহ কলকারখানা ছুটি হবে। সোমবার বিকাল থেকে যাত্রীর চাপ বাড়তে পারে। যদি চাপ বাড়েও ট্রেনের ছাদের ওপরে যাত্রী পরিবহন করতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে কঠোর থাকবে রেলওয়ে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘রেলস্টেশনে যাত্রীদের সঙ্গে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য সতর্ক অবস্থানে আছে রেলওয়ে পুলিশ।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম স্টেশনের ইন্সপেক্টর মো. আমান উল্লাহ বলেন, ‘এবার ট্রেনে চট্টগ্রাম থেকে যাত্রীদের অতিরিক্ত চাপ কম। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আরএনবির সদস্যরা সতর্ক আছে। সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও বিজয় এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
গাজীপুরে গরমে বেঁকে গেছে রেললাইন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!