X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ

নোয়াখালী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৪

নোয়াখালীর সুবর্ণচরে চোরাই পথে আসা ৫ টন উন্নত জাতের কফি পাউডারসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে কাভার্ডভ্যানটি আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়। এর আগে দুপুরের দিকে কাভার্ডভ্যানটি ঘেরাও করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট থেকে দুটি কাভার্ডভ্যান মাইজদী প্রধান সড়কের উদ্দেশে রওনা দিলে তাদের গতিবিধি সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে একটি কাভার্ডভ্যান পালিয়ে গেলেও অন্যটি চরজব্বর থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় ৫ টন কফি পাউডারসহ কাভার্ডভ্যানটি আটক করে। এ সময় চালক ও সহযোগী বহন করা জিনিসপত্রের চালানের কোনও কপি দেখাতে পারেননি।

পুলিশের ধারণা, মিয়ানমার থেকে নৌপথে শুল্ক ফাঁকি দিয়ে এসব কফি পাউডার চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো হাতিয়ার জনতার ঘাট হয়ে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মালামালসহ কাভার্ডভ্যানটি জব্দ করি। প্রাথমিকভাবে জব্দকৃত পাউডারগুলোকে কফির পাউডারই মনে হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চালক ও সহকারীকে আমাদের কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার
চট্টগ্রামে ইয়াবাসহ শিক্ষক আটক
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল