টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতির অংশ হলেও সিরিজে মূল কয়েকজন তারকাকে পাচ্ছে না স্বাগতিকরা। থাকছেন না নিয়মিত অধিনায়ক রোভম্যান পাওয়েলও।
আইপিএলে দীর্ঘ সময় খেলার কারণে বিশ্বকাপের আগে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্যতম পাওয়েল। ১৫ সদস্যের দলে তার জায়গায় ব্যাটার ব্র্যান্ডন কিং ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বিশ্রামে থাকবেন টপ অর্ডার ব্যাটার শাই হোপ ও নিকোলাস পুরানও।
প্লে-অফ বাকি থাকায় ফাস্ট বোলার আলজারি জোসেফ ও ব্যাটার শেরফানে রাদারফোর্ড আইপিএলে থেকে যাবেন। তাদের দল ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলেই কেবল ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেবেন তারা।
ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি মনে করেন, বিশ্বকাপের আগে এই সিরিজ সেরা কম্বিনেশন খুঁজে পেতে সাহায্য করবে।
তিন ম্যাচের সিরিজ শুরু হবে ২৩ মে। পরের দুই টি-টোয়েন্টি ২৫ ও ২৬ মে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রোস্টন চেজ, ফাবিয়ান অ্যালেন, অ্যালিক আথানেজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথিউ ফোর্ডে, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র।