X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ৮০ লাখ টাকার মালামাল চুরি

মীরসরাই প্রতিনিধি
২২ মে ২০২৪, ২৩:০১আপডেট : ২২ মে ২০২৪, ২৩:০১

চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অর্থনৈতিক অঞ্চলের জোন-২ এ নির্মাণাধীন এসকিউ ইলেক্ট্রিক্যাল লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। কারখানার পেছনের জানালা গ্রিল ভেঙে প্রায় চার হাজার মিটার তার নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ব্যবস্থাপক মো. এহসানুল কবির নিজামী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন।

মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদিউল্লাহ পাড়ার মো. আবু সুফিয়ানের ছেলে মুক্তার হোসেন প্রকাশ বাচ্চু (৩০), মৃত বাবুল মিয়ার ছেলে ইলিয়াছ হোসেন (২৭), নুর আলম প্রকাশ বড় মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৪), দিদার আলমের ছেলে শাকিল (২৪), মনির আহামদ বাদশার ছেলে ইমরান হোসেন (৩০)। এ সময় তাদের থেকে ৩১৪ কেজি ক্যাবল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় তিন লাখ ১৪ হাজার টাকা।

মামলার পলাতক আসামিরা হলেন- একই এলাকার বাহার উদ্দিনের ছেলে সালাম (২৮), কবিরের ছেলে এমরাজ (৩০), জাফরের ছেলে দ্বীন ইসলাম (২৯), ফারুক (৩৫), জাফরের ছেলে জাহাঙ্গীর (৩৬)।

এসকিউ ইলেক্ট্রিক্যাল লিমিটেডের ব্যবস্থাপক এহসানুল কবির নিজামী বলেন, গত মঙ্গলবার (২১ মে) ভোর ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জোন-২ এ আমাদের নির্মাণাধীন কারখানার শেডের পেছনের জানালার গ্রিল ভেঙে বিভিন্ন সাইজের প্রায় চার হাজার মিটার ক্যাবল নিয়ে যায় চোরের দল। যার বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। খোঁজাখুঁজি করে স্থানীয় পাঁচ চোরকে গ্রেফতার করে এবং তাদের থেকে ৩১৪ কেজি ক্যাবল উদ্ধার করা হয়। পরে চোরদের থানায় হস্তান্তর করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই কারিমুজ্জামান বলেন, গ্রেফতার আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে ১৬টি গুলিসহ পিস্তল চুরি
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
২২ বছর আগে চুরি করা মোটরের টাকা মালিককে ফেরত দিলেন চোর
সর্বশেষ খবর
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার