চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অর্থনৈতিক অঞ্চলের জোন-২ এ নির্মাণাধীন এসকিউ ইলেক্ট্রিক্যাল লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। কারখানার পেছনের জানালা গ্রিল ভেঙে প্রায় চার হাজার মিটার তার নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ব্যবস্থাপক মো. এহসানুল কবির নিজামী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদিউল্লাহ পাড়ার মো. আবু সুফিয়ানের ছেলে মুক্তার হোসেন প্রকাশ বাচ্চু (৩০), মৃত বাবুল মিয়ার ছেলে ইলিয়াছ হোসেন (২৭), নুর আলম প্রকাশ বড় মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৪), দিদার আলমের ছেলে শাকিল (২৪), মনির আহামদ বাদশার ছেলে ইমরান হোসেন (৩০)। এ সময় তাদের থেকে ৩১৪ কেজি ক্যাবল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় তিন লাখ ১৪ হাজার টাকা।
মামলার পলাতক আসামিরা হলেন- একই এলাকার বাহার উদ্দিনের ছেলে সালাম (২৮), কবিরের ছেলে এমরাজ (৩০), জাফরের ছেলে দ্বীন ইসলাম (২৯), ফারুক (৩৫), জাফরের ছেলে জাহাঙ্গীর (৩৬)।
এসকিউ ইলেক্ট্রিক্যাল লিমিটেডের ব্যবস্থাপক এহসানুল কবির নিজামী বলেন, গত মঙ্গলবার (২১ মে) ভোর ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জোন-২ এ আমাদের নির্মাণাধীন কারখানার শেডের পেছনের জানালার গ্রিল ভেঙে বিভিন্ন সাইজের প্রায় চার হাজার মিটার ক্যাবল নিয়ে যায় চোরের দল। যার বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। খোঁজাখুঁজি করে স্থানীয় পাঁচ চোরকে গ্রেফতার করে এবং তাদের থেকে ৩১৪ কেজি ক্যাবল উদ্ধার করা হয়। পরে চোরদের থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই কারিমুজ্জামান বলেন, গ্রেফতার আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।