X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ সন্তানসহ নিখোঁজ গৃহবধূকে বগুড়া থেকে উদ্ধার, যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জুন ২০২৪, ১৯:২৩আপডেট : ১০ জুন ২০২৪, ১৯:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাবার বাড়ি বেড়াতে এসে তিন সন্তানসহ নিখোঁজ গৃহবধূকে (২৮) বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১০ জুন) সকালে তাদের উদ্ধার হয়। এ সময় মেহেদী হাসান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গৃহবধূর দাবি, সন্তানসহ অপহরণের শিকার হয়েছিলেন। এ ঘটনায় মেহেদীকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন গৃহবধূ। তবে মেহেদী অপহরণের কথা অস্বীকার করেছেন।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, গত ২ জুন তিন কন্যাসন্তানকে নিয়ে আখাউড়া উপজেলায় স্বামীর বাড়ি থেকে বিজয়নগরে বাবার বাড়িতে বেড়াতে যান গৃহবধূ। ৭ জুন বেলা ১১টার দিকে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা হন। আখাউড়া থেকে পরিচিত একজনের অটোরিকশাযোগে বিজয়নগরের সিঙ্গারবিল বাজার পর্যন্ত আসেন। ওই অটোরিকশা থেকে নেমে অজ্ঞাত একজনের অটোরিকশায় ওঠেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না পৌঁছায় শ্বশুরকে ফোন করেন গৃহবধূর স্বামী। এ ঘটনায় ৮ জুন দুপুরে গৃহবধূর বাবা বিজয়নগর থানায় জিডি করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই নারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। বগুড়া পুলিশের সহযোগিতায় সদর উপজেলার একটি বাসা থেকে গৃহবধূ ও তিন সন্তানকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর গৃহবধূ দাবি করেছেন, মেহেদী হাসান ও তার এক সহযোগী অচেতন করে তাদের অপহরণ করেছিল। জ্ঞান ফেরার পর দেখেন, তাদের একটি বাসায় আটকে রাখা হয়েছে।

তবে গ্রেফতারকৃত মেহেদী হাসান দাবি করেছেন, ফেসবুকে ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় তার। দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি গৃহবধূকে বিয়ে এবং বগুড়ায় নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। অন্যথায় আত্মহত্যার হুমকি দেন। বাধ্য হয়ে তাকে নিয়ে যান। এখানে অপহরণের কোনও ঘটনা ঘটেনি।

বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মেহেদীকে আসামি করে অপহরণের মামলা করেছেন। ঘটনার তদন্ত করছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।’

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে আদালত থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গৃহবধূ ও তার সন্তানদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক