চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ২৮ হাজার ৩৫১ জন আবেদনকারীর মধ্যে দুই হাজার ৬০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১০২ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (১১ জুন) এসএসসি ২০২৪-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলসংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার এসএসসিতে ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী সর্বমোট ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৬০ জনের। মোট জিপিএ বেড়েছে ৮৭১ জনের। ফেল থেকে পাস করেছে ১০২ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং ১ হাজার ১৮৯ জনের মার্কস বাড়লেও জিপিএ বাড়েনি।’