X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘সাপে কাটা’ রোগীর মৃত্যু নিয়ে যা বললেন ফেনীর সিভিল সার্জন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৭:০৬আপডেট : ২৯ জুন ২০২৪, ১৭:০৬

ইসমাইল নামে এক ব্যক্তিকে সাপে কেটেছে বলে অর্ধ-অচেতন অবস্থায় ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠালে পথেই মৃত্যুবরণ করেন ওই রোগী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন ফেনীর সিভিল সার্জন ডা. মো শিহাব উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ জুন) রাত ১টা ৪০ মিনিটে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. ইসমাইল (৪৫) নামে এক ব্যক্তিকে অর্ধ-অচেতন অবস্থায় জরুরি বিভাগে আসেন তার স্বজনেরা। তারা জানান, ৫ ঘণ্টা আগে ইসমাইলকে সাপে কামড়িয়েছে। যদিও কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার শরীরে কোনও সাপে কামড়ের দাগ বা কোন লক্ষণ খুঁজে পাননি। ডাক্তারের জিজ্ঞাসায় রোগীর লোকজন কোনও সাপ দেখেননি বলেও জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় রোগীর রক্তচাপ ৮০/৩০ মিমি এবং হৃৎস্পন্দন ১২০ (মিনিট)। রোগীর শরীরের তাপমাত্রা ঠান্ডা ছিল বিধায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সরকারি অ্যাম্বুলেন্সে করে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করেন। সোনাগাজী থেকে ফেনীর দূরত্ব ২৫ কিলোমিটার এবং রাতে অ্যাম্বুলেন্সে করে ফেনী সদর হাসপাতালে যেতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। কিন্তু রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পথেই তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে। কোনও বিষধর সাপে কাটা রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকলে তাকে অ্যান্টিভেনম নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) সংবলিত হাসপাতালে দেওয়া প্রয়োজন। সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক, ওঝা, গ্রাম্য চিকিৎসা পরিহার করে দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতালে নেওয়ার জন্য জেলার লোকজনকে অনুরোধ করেছেন সিভিল সার্জন।

/কেএইচটি/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীচিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
সর্বশেষ খবর
শেখ হাসিনা-জয়সহ রাজউক কর্মকর্তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পিছিয়েছে
শেখ হাসিনা-জয়সহ রাজউক কর্মকর্তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পিছিয়েছে
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর
ঘুষ-দুর্নীতি: ৯০৯ ইমেইলে অভিযোগ-পরামর্শ পেলেন উপদেষ্টা আসিফ
ঘুষ-দুর্নীতি: ৯০৯ ইমেইলে অভিযোগ-পরামর্শ পেলেন উপদেষ্টা আসিফ
রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, ১০ মাসে আয় ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো
রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, ১০ মাসে আয় ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো