X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘সাপে কাটা’ রোগীর মৃত্যু নিয়ে যা বললেন ফেনীর সিভিল সার্জন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৭:০৬আপডেট : ২৯ জুন ২০২৪, ১৭:০৬

ইসমাইল নামে এক ব্যক্তিকে সাপে কেটেছে বলে অর্ধ-অচেতন অবস্থায় ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনেরা। সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠালে পথেই মৃত্যুবরণ করেন ওই রোগী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন ফেনীর সিভিল সার্জন ডা. মো শিহাব উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ জুন) রাত ১টা ৪০ মিনিটে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. ইসমাইল (৪৫) নামে এক ব্যক্তিকে অর্ধ-অচেতন অবস্থায় জরুরি বিভাগে আসেন তার স্বজনেরা। তারা জানান, ৫ ঘণ্টা আগে ইসমাইলকে সাপে কামড়িয়েছে। যদিও কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার শরীরে কোনও সাপে কামড়ের দাগ বা কোন লক্ষণ খুঁজে পাননি। ডাক্তারের জিজ্ঞাসায় রোগীর লোকজন কোনও সাপ দেখেননি বলেও জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় রোগীর রক্তচাপ ৮০/৩০ মিমি এবং হৃৎস্পন্দন ১২০ (মিনিট)। রোগীর শরীরের তাপমাত্রা ঠান্ডা ছিল বিধায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সরকারি অ্যাম্বুলেন্সে করে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করেন। সোনাগাজী থেকে ফেনীর দূরত্ব ২৫ কিলোমিটার এবং রাতে অ্যাম্বুলেন্সে করে ফেনী সদর হাসপাতালে যেতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। কিন্তু রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পথেই তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে। কোনও বিষধর সাপে কাটা রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকলে তাকে অ্যান্টিভেনম নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) সংবলিত হাসপাতালে দেওয়া প্রয়োজন। সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক, ওঝা, গ্রাম্য চিকিৎসা পরিহার করে দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতালে নেওয়ার জন্য জেলার লোকজনকে অনুরোধ করেছেন সিভিল সার্জন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইউল্যাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
সিচাংয়ে শুরু ‘চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন’ ট্যুর
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল