X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মোস্তফা গ্রুপের চেয়ারম্যানের ১৫ লাখ শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৬

মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হেফাজতুর রহমানের ওয়ান ব্যাংকে থাকা ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। রবিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি মোস্তফা পেপার কমপ্লেক্স লিমিটেডের কর্মকর্তারা। সুদসহ ঋণের টাকা আদায়ে গত ৩১ জুলাই আদালতে মামলা করে ন্যাশনাল ব্যাংক। এতে ব্যাংকের পাওনা উল্লেখ করা হয় ২৮০ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৪৯ টাকা। 

মামলায় মোস্তফা পেপার কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান তাইছির রহমান, ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান, চেয়ারম্যান হেফাজতুর রহমান, প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ কপিল উদ্দিন, মোহাম্মদ সফিক উদ্দিন, জহির উদ্দিন, জসিম উদ্দিন ও কামাল উদ্দিনকে আসামি করা হয়। এই ঋণ নেওয়ার সময় হেফাজতুর রহমান ঋণের বিপরীতে বন্ধকদাতা ও জিম্মাদার হন। 

ন্যাশনাল ব্যাংকের করা মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর একটি পত্রিকার খবরের মাধ্যমে জানা যায় ওয়ান ব্যাংকে হেফাজতুর রহমানের নামে ১৫ লাখ ৩৪ হাজার ২১০টি শেয়ার আছে। যার মূল্য এক কোটি ৫৩ লাখ ৪২ হাজার ১০০ টাকা। ঋণের জামানত হিসেবে জমি বন্ধক আছে। যার মূল্য খেলাপি ঋণের সম্পূর্ণ টাকা আদায় হবে না। বন্ধককৃত জমি বিক্রি করার পরও বিরাট অংকের ঘাটতি থেকে যাবে। এ কারণে বন্ধকবহির্ভূত জিম্মাদারের শেয়ারসমূহ বিক্রি করে ঘাটতি আদায় করতে হবে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়ান ব্যাংকের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন অর্থঋণ আদালত।

/এএম/
সম্পর্কিত
নিউমুরিং টার্মিনাল বেসরকারি মালিকানায় না দিতে চিঠির পর বরখাস্ত, পরে প্রত্যাহার
রিমান্ড শেষে কারাগারে মমতাজ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিন জন রিমান্ডে
সর্বশেষ খবর
সাবেক চসিক কাউন্সিলর  শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
সাবেক চসিক কাউন্সিলর শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়করমুক্ত রাখার প্রস্তাব
এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয়করমুক্ত রাখার প্রস্তাব
ভিয়েতনামে পণ্য খালাস এক দিনে, বাংলাদেশে লাগে এক সপ্তাহ: অ্যামচেম সভাপতি
ভিয়েতনামে পণ্য খালাস এক দিনে, বাংলাদেশে লাগে এক সপ্তাহ: অ্যামচেম সভাপতি
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার