X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯

চট্টগ্রামে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোকতার হোসেন (৫২) নামে এক ব্যক্তির নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়াছড়ি এলাকার বাসিন্দা মো. সাইফুদ্দীন। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। এতে আসামি করা হয় ফটিকছড়ির নানুপুরের পশ্চিম নানুপুর গ্রামের বাসিন্দা মোকতার হোসেনকে। তিনি একজন ব্যবসায়ী এবং ফটিকছড়ি থানার পশ্চিম নানুপুর জি এম চৌধুরী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

বাদীর আইনজীবী নাসির উদ্দিন আহমদ খান বলেন, ‘আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি গত ১৫ আগস্ট তার ফেসবুক আইডিতে সাত মিনিট ৩৭ সেকেন্ডের একটি বক্তব্য দেন। এতে ধর্মীয় অবমাননাকর নানা কথা বলেন। সেখানে ইসলাম ধর্ম ও মুসলমানদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি পবিত্র কোরআন শরিফকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক ভিডিওর মধ্যে বক্তব্য প্রদান, প্রকাশ ও প্রচার করেন। যার মাধ্যমে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি দিয়েছেন। ইসলাম ও ধর্মপ্রিয় মানুষের মধ্যে ধর্মীয় আঘাতপূর্বক মুসলিম সম্প্রদায়কে আক্রমণাত্মক কটূক্তি করায় মামলাটি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
যত দ্রুত সম্ভব বিচার-সংস্কার-নির্বাচন হতে হবে: নজরুল ইসলাম খান
সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনার ‘মূল হোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
চীনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
চীনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
আসিফ নজরুল ও ফারুকীকে যে অনুরোধ করলেন জায়েদ খান
আসিফ নজরুল ও ফারুকীকে যে অনুরোধ করলেন জায়েদ খান
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ধরলা অববাহিকায় ভারী বৃষ্টি, বিস্তৃত জলজটে জনভোগান্তি
ধরলা অববাহিকায় ভারী বৃষ্টি, বিস্তৃত জলজটে জনভোগান্তি
সর্বাধিক পঠিত
ক্ষমা চাইলেন ইশরাক
ক্ষমা চাইলেন ইশরাক
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
টিসিবির ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
‘হাসনাত আবদুল্লাহ বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় আসতে দেওয়া হবে না’
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা 
সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা