X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির

তাড়াহুড়োর কিছু নেই, আগে সংস্কার করুন পরে নির্বাচন দিন

রাঙামাটি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘যদি সংস্কারের আগে নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ওই নির্বাচন দেশের জনগণ গ্রহণ করবে না। কাজেই তাড়াহুড়োর কিছু নেই, আগে প্রয়োজনীয় সংস্কার করুন, তারপর নির্বাচন দিন।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি পৌরসভা চত্বরে আয়োজিত ‘সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে সংসদে জাতীয় সরকার গঠন হবে। যেখানে প্রতিটি মানুষের প্রতিনিধি থাকবে। প্রত্যেকে সংসদে কথা বলতে পারবে। বিএনপিও জাতীয় সরকার চায়। আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সংখ্যানুপাতিক নির্বাচন। সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেবেন।’ 

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, ‘পার্বত্য চুক্তি করা ভুল ছিল। একইসঙ্গে পার্বত্য এলাকায় বিদ্যমান সব কোটা বাতিলের দাবি জানাই। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সব ধরনের নিয়োগ সম্পন্ন করতে হবে। পাহাড়ে সবার বসবাসের অধিকার চাই। এখানে বাঙালি-পাহাড়ি কোনও ভেদাভেদ থাকবে না। পাহাড়ের নিরাপত্তা বাড়াতে সীমান্ত সড়কের কাজ দ্রুত শেষে করতে হবে। দেশের এক ইঞ্চিও মাটিও কাউকে দখল করতে দেবো না আমরা। কেউ দখল করতে চাইলে রক্ত দিয়ে প্রতিহত করবো।’

ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দীনের সভাপতিত্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জান্নাতুল ইসলাম, মাওলানা আরিফ মেহের উদ্দিন ও মো. শরিফুল আলম চৌধুরী প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
যেসব সংস্কারে একমত বিএনপি, জানালেন মির্জা ফখরুল
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে