X
রবিবার, ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির

তাড়াহুড়োর কিছু নেই, আগে সংস্কার করুন পরে নির্বাচন দিন

রাঙামাটি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘যদি সংস্কারের আগে নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ওই নির্বাচন দেশের জনগণ গ্রহণ করবে না। কাজেই তাড়াহুড়োর কিছু নেই, আগে প্রয়োজনীয় সংস্কার করুন, তারপর নির্বাচন দিন।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি পৌরসভা চত্বরে আয়োজিত ‘সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে সংসদে জাতীয় সরকার গঠন হবে। যেখানে প্রতিটি মানুষের প্রতিনিধি থাকবে। প্রত্যেকে সংসদে কথা বলতে পারবে। বিএনপিও জাতীয় সরকার চায়। আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সংখ্যানুপাতিক নির্বাচন। সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেবেন।’ 

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, ‘পার্বত্য চুক্তি করা ভুল ছিল। একইসঙ্গে পার্বত্য এলাকায় বিদ্যমান সব কোটা বাতিলের দাবি জানাই। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সব ধরনের নিয়োগ সম্পন্ন করতে হবে। পাহাড়ে সবার বসবাসের অধিকার চাই। এখানে বাঙালি-পাহাড়ি কোনও ভেদাভেদ থাকবে না। পাহাড়ের নিরাপত্তা বাড়াতে সীমান্ত সড়কের কাজ দ্রুত শেষে করতে হবে। দেশের এক ইঞ্চিও মাটিও কাউকে দখল করতে দেবো না আমরা। কেউ দখল করতে চাইলে রক্ত দিয়ে প্রতিহত করবো।’

ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দীনের সভাপতিত্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জান্নাতুল ইসলাম, মাওলানা আরিফ মেহের উদ্দিন ও মো. শরিফুল আলম চৌধুরী প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
জনগণের কাছে দায়বদ্ধতা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা অর্থহীন: তথ্য উপদেষ্টা
বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের প্রচেষ্টা প্রতিহত করা হবে: চরমোনাই পীর
গণমাধ্যমে নারীকে কীভাবে উপস্থাপনা করা হবে, তার সুস্পষ্ট নির্দেশনা চায় সংস্কার কমিশন
সর্বশেষ খবর
চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ
এবার একাই গাইবেন...
এবার একাই গাইবেন...
হাসনাতের সঙ্গে দ্বিমত পোষণ করে ক্যান্টনমেন্ট প্রসঙ্গে যা বললেন সারজিস
হাসনাতের সঙ্গে দ্বিমত পোষণ করে ক্যান্টনমেন্ট প্রসঙ্গে যা বললেন সারজিস
ক্রোয়েশিয়ার বিপক্ষে মিডফিল্ডারদের উন্নতির বিকল্প দেখেন না ফরাসি কোচ
ক্রোয়েশিয়ার বিপক্ষে মিডফিল্ডারদের উন্নতির বিকল্প দেখেন না ফরাসি কোচ
সর্বাধিক পঠিত
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রংপুরে জিএম কাদেরজাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ