X
রবিবার, ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১

সিএমপির সাবেক কমিশনার কারাগারে, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত শুনানি শেষে রিমান্ডের পরিবর্তে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এ এ এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা থেকে গ্রেফতার সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে বিকালে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড মঞ্জুর করেননি। তবে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে গ্রেফতার করা হয় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সিএমপিতে কর্মরত ছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, সাইফুল ইসলামকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি।

এ ঘটনায় হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদী হয়ে গত বছরের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় ২০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেলের (এমআরটি) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামে ১০ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক। এসব ঘটনায় থানা ও আদালতে প্রায় ৮২টি মামলা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছালো
জি কে শামীম ও তার মায়ের মামলায় রায় ২৭ মার্চ
শ্যালকের হাঁসুয়ার কোপে বোনের স্বামী নিহত
সর্বশেষ খবর
নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছালো
নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছালো
সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতির মৃত্যু 
সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতির মৃত্যু 
‘বাবা-মায়ের ঝগড়া দেখে বড় হয়েছি’
‘বাবা-মায়ের ঝগড়া দেখে বড় হয়েছি’
যদি যোগাযোগ আরও ভালো হতো, তাহলে বেশি খুশি হতাম: সাকিব 
যদি যোগাযোগ আরও ভালো হতো, তাহলে বেশি খুশি হতাম: সাকিব 
সর্বাধিক পঠিত
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজিতে বিক্রি, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
জাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রংপুরে জিএম কাদেরজাতীয় পার্টি ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
রাজধানীতে সড়কে বসলো ‘রিকশা ট্র্যাপার’, উদ্দেশ্য গতি নিয়ন্ত্রণ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ
জুলাই গণহত্যার বিচার দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ