X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই এই সরকারের: আমির খসরু

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই এই সরকারের। নির্বাচিত সরকারই স্থানীয় সরকার নির্বাচন করবে। এই সরকারের দায়িত্ব হলো অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।’

তিনি বলেন, ‘আমরা ১৬ বছর যুদ্ধ করেছি মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। যখন মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তখন দেখছি কিছু শক্তি দেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার অপব্যবহার করা। তারা চাচ্ছে আনুপাতিক হারে নির্বাচন। অথচ আনুপাতিক নির্বাচনের বিষয়ে কোনও ঐক্যমত নেই।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত সময়ে সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

আমির খসরু বলেন, ‘দেশের যতো সংস্কার, তা হবে সংসদে। জনগণের রায় নিয়ে আগামী নির্বাচনে সংসদে যাওয়ার পর আমরা ৩১ দফা পাসের চেষ্টা করবো। আর অন্য দল যদি ম্যান্ডেট পায়, তারা তা সংসদে উপস্থাপন করবে। তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে ঘোরানোর চেষ্টা করবেন না আপনারা। দেশব্যাপী ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার কেউ রুখতে পারবে না। তাই দলের সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীতে সরকার গঠন করবে বিএনপি।’

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’