X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মে ২০২৫, ১৮:০৩আপডেট : ০৩ মে ২০২৫, ১৮:০৩

চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যার ঘটনায় আরও একজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ হাসান (৩৭)। তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২ মে) রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলেরচর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদ নগরের মো. আলমের ছেলে। তার দেওয়া তথ্যে ভিত্তিতে শনিবার ভোরে নগরের বায়জীদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর সুবহান কন্ট্রাক্টর বাড়ির হাসানের বসতঘর থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, দুটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়া খুনের অন্যতম আসামি মো. হাসানকে গ্রেফতার করা হয়। তাকে চট্টগ্রাম এনে শনিবার ভোরে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। ধারণা করছি, উদ্ধার করা পিস্তলটি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে সেভেন পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তলের গুলির খোসা পাওয়া গেছে। ওই খোসাটি হাসানের কাছ থেকে উদ্ধার করা পিস্তলের গুলির হতে পারে। এজন্য পিস্তল ও খোসাটির ফরেনসিক পরীক্ষা করা হবে।’

গত ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো. বখতিয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নামে দুজন নিহত হন। এ ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭), সহযোগী মোহাম্মদ হাসান (৩৭), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।

এজাহারে উল্লেখ করা হয়, সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নার পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা সারোয়ার হোসেন বাবলা ও তার ছেলেসহ অন্যদের হত্যা করার জন্য নতুন ব্রিজ এলাকা থেকে প্রাইভেটকারটির পিছু নেন।
সারোয়ার হোসেনের গাড়িচালক ছিলেন নিহত মানিক। আর সারোয়ারের ব্যক্তিগত কাজকর্ম করতেন নিহত আব্দুল্লাহ। ২৯ মার্চ রাতে নতুন ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন মানিক, সারোয়ার, আব্দুল্লাহ, রবিন, হৃদয় ও ইমন। নতুন ব্রিজ থেকে বাড়ি ফেরার জন্য বহদ্দারহাটের দিকে রওনা হলে রাত ২টার দিকে বাকলিয়া এক্সেস রোড এলাকায় তাদের প্রাইভেটকার লক্ষ্য করে ছয়-সাতটি মোটরসাইকেল থেকে গুলি চালান হাসান, ইমন, বোরহান, খোরশেদ ও রায়হানসহ অজ্ঞাতনামা ছয়-সাত জন। গুলিতে মানিক ও আব্দুল্লাহ আহত হন। গাড়িতে থাকা সারোয়ার এবং ইমন কৌশলে নেমে যায়। এরপর আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন। মানিক ও আব্দুল্লাহকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

/এএম/
সম্পর্কিত
হাজারীবাগে ছেলে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
ভাটারায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
সর্বশেষ খবর
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
‘উপজেলা পর্যায়ে নিম্ন আদালত ও জরুরি আইন সংস্কারে বিএনপির আপত্তি নেই’
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ