X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গুপ্তহত্যা চালাচ্ছে সরকার উৎখাতে ব্যর্থ বিএনপি-জামায়াত জোট

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ১৮:৫২আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৮:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে না পেরে এখন গুপ্তহত্যা করছে বিএনপি জামায়াত জোট, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
দেশের উন্নয়নে বিএনপি জামায়াত জোটের ব্যর্থতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে তার সরকার। আরও জানান, আন্তরিকতা, ত্যাগের মানসিকতা ও সদিচ্ছা নিয়ে কাজে হাত দেওয়াই এ সাফল্যের কারণ।    
মানুষ পুড়িয়ে মারা ও ধ্বংস করা ছাড়া বিএনপি জামায়াত জোট আর কিছুই করতে পারে না মন্তব্য করে প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে গীর্জা, প্যাগোডা, মন্দির ও মসজিদে বোমা  হামলা হয়েছে। তারা দেশে উন্নয়ন চায় না, এটাই বাস্তবতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজনৈতিক দল আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরাই দেশে উন্নয়ন করেছি এবং করে যাচ্ছি। দুর্নীতি করে ভাগ্য গড়তে আমরা আসিনি। তিনি আরও বলেন, আমি জাতির পিতার কন্যা। রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণে। বাকিটা জীবন সেটাই করে যাবো।

আরও পড়ুন:  সংঘর্ষ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে নিহত এক , দোকান-বাড়িতে আগুন

পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, এই সেতু নিয়ে আমাদের ওপর কলঙ্ক দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল। তাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। বিএনপি-জামায়াত পদ্মা সেতু নিয়ে যদি ষড়যন্ত্র না করতো, এ সেতুর কাজ এতো দিনে আরও এগিয়ে যেতো।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাছিম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল