X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মাইক্রোবাস থেকে নামিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ১৮:৪৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:০৩

গাজীপুরে আহত ভাগ্নেকে হাসপাতালে নেওয়ার সময় দলীয় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মো. শাহজাহান (৪২) নামের এক আওয়ামী লীগ নেতা। শুক্রবার রাতে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক আহত করে।চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। মহানগরীর গাছা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দলটির দু’গ্রুপে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটে।

গাজীপুরে নিহত আওয়ামী লীগ নেতা শাহজাহান

শাহজাহান গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ছিলেন।তিনি গাজীপুর মহানগরীর গাছা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

নিহতের ভাই মফিজ উদ্দিন ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতা জুয়েল মণ্ডল ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।এতে অন্তত ১০জন আহত হন। ওই ঘটনার জের ধরে শুক্রবার স্থানীয় গাছা বাজারে ফের দু’দফা সংঘর্ষ হয়। এসময় শাহজাহানের ভাগ্নে রমজান আহত হন।আহত ভাগ্নেকে মাইক্রোবাস যোগে হাসপাতালে নেওয়ার পথে গাছা বঙ্গবন্ধু কলেজ মোড়ে প্রতিপক্ষ শফিকুল ইসলাম শফিক, মজিবুর, মোহাম্মদ আলী, আল-আমীন জুয়েলসহ ২০-২৫ জন মাইক্রোবাসটির গতি রোধ করে। তারা শাহজাহানকে মাইক্রোবাস থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপায়।

গাজীপুরে নিহত আওয়ামী লীগ নেতা শাহজাহানের স্ত্রী ও স্বজনদের আহাজারি

তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাহান মারা যান।

লাশের সুরতহাল প্রস্তুতকারী জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহতের মাথা, হাত, পা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?