X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
রায়ের প্রতিক্রিয়ায় আহসান উল্লাহ মাস্টারের মা

সব আসামির ফাঁসির দাবিতে সর্বোচ্চ আদালতে যাবো

গাজীপুর প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ১৭:০৩আপডেট : ১৫ জুন ২০১৬, ১৭:১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মা রুছমতুন্নেসা। বুধবার রায় প্রকাশের পর বাংলা ট্রিবিউনের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় তিনি জানান, সব আসামির ফাঁসিই ছিল তার দাবি। এই দাবি নিয়ে তিনি সর্বোচ্চ আদালতে যাবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাবেন সাবেক এই আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যের মা। 

আহসান উল্লাহ মাস্টারের মাম রুছমতুন্নেসা

রুছমতুন্নেসা বলেন, ‘১২ বছর আগে আমার ছেলেকে মেরেছে। আগের রায়ে ২২ জনের ফাঁসির রায় ছিল। এখন কেন ৬ জনে নামানো হল? আবার খালাস দেওয়া হল? আমরা সব আসামির ফাঁসির দাবিতে সর্বোচ্চ আদালতে যাবো। প্রয়োজনে শেখ হাসিনার কাছে যাবো। আমার সন্তান গেছে, আমি বুঝি বুক খালি হলে কেমন লাগে। খালি বুক নিয়ে এখনও কষ্ট চাপা দিয়ে আছি।’

আহসান উল্লাহ মাস্টারের গ্রাম হায়দারাবাদের অধিবাসী ও পরিবারঘনিষ্ট দুই নারী জাহানারা বেগম ও সেতারা বেগম বলেন, ‘হত্যাকারীদের যাবজ্জীবন হবে কেন? এই রায় মেনে নেওয়ার রায় নয়। সবার ফাঁসি চাই।’

আহসান উল্লাহ মাস্টারের বন্ধু মোহর আলী ও আব্দুল করিম

আহসান উল্লাহ মাস্টারের বাল্যবন্ধু ও চাচা আব্দুল করিম ভুঁইয়া (৭২), বন্ধু আলী আহমেদ (৭২) ও মোহর আলী রায় ঘোষণার আগেই আহসান উল্লাহ মাস্টারের বাড়িতে রায়ের অপেক্ষায় ছিলেন। বাংলা ট্রিবিউনের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারাও বলেন, ‘সব আসামির ফাঁসির রায়ের অপেক্ষায় ছিলাম। আমরা আশা করেছিলাম ২২ জনের ফাঁসির রায় বহাল থাকবে। এখন সেখানে আবার ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট নই, মনে ব্যথা পেয়েছি। আমরা সব আসামির ফাঁসি চাই।’

রায় প্রচারের পর শহীদ আহসান উল্লাহ মাস্টারের বাড়িতে ভিড় করছে স্থানীয় সব বয়স ও শ্রেণি পেশার মানুষ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক