X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২
রায়ের প্রতিক্রিয়ায় আহসান উল্লাহ মাস্টারের মা

সব আসামির ফাঁসির দাবিতে সর্বোচ্চ আদালতে যাবো

গাজীপুর প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ১৭:০৩আপডেট : ১৫ জুন ২০১৬, ১৭:১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মা রুছমতুন্নেসা। বুধবার রায় প্রকাশের পর বাংলা ট্রিবিউনের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় তিনি জানান, সব আসামির ফাঁসিই ছিল তার দাবি। এই দাবি নিয়ে তিনি সর্বোচ্চ আদালতে যাবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাবেন সাবেক এই আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যের মা। 

আহসান উল্লাহ মাস্টারের মাম রুছমতুন্নেসা

রুছমতুন্নেসা বলেন, ‘১২ বছর আগে আমার ছেলেকে মেরেছে। আগের রায়ে ২২ জনের ফাঁসির রায় ছিল। এখন কেন ৬ জনে নামানো হল? আবার খালাস দেওয়া হল? আমরা সব আসামির ফাঁসির দাবিতে সর্বোচ্চ আদালতে যাবো। প্রয়োজনে শেখ হাসিনার কাছে যাবো। আমার সন্তান গেছে, আমি বুঝি বুক খালি হলে কেমন লাগে। খালি বুক নিয়ে এখনও কষ্ট চাপা দিয়ে আছি।’

আহসান উল্লাহ মাস্টারের গ্রাম হায়দারাবাদের অধিবাসী ও পরিবারঘনিষ্ট দুই নারী জাহানারা বেগম ও সেতারা বেগম বলেন, ‘হত্যাকারীদের যাবজ্জীবন হবে কেন? এই রায় মেনে নেওয়ার রায় নয়। সবার ফাঁসি চাই।’

আহসান উল্লাহ মাস্টারের বন্ধু মোহর আলী ও আব্দুল করিম

আহসান উল্লাহ মাস্টারের বাল্যবন্ধু ও চাচা আব্দুল করিম ভুঁইয়া (৭২), বন্ধু আলী আহমেদ (৭২) ও মোহর আলী রায় ঘোষণার আগেই আহসান উল্লাহ মাস্টারের বাড়িতে রায়ের অপেক্ষায় ছিলেন। বাংলা ট্রিবিউনের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারাও বলেন, ‘সব আসামির ফাঁসির রায়ের অপেক্ষায় ছিলাম। আমরা আশা করেছিলাম ২২ জনের ফাঁসির রায় বহাল থাকবে। এখন সেখানে আবার ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট নই, মনে ব্যথা পেয়েছি। আমরা সব আসামির ফাঁসি চাই।’

রায় প্রচারের পর শহীদ আহসান উল্লাহ মাস্টারের বাড়িতে ভিড় করছে স্থানীয় সব বয়স ও শ্রেণি পেশার মানুষ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ