X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভয় পাবেন না: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ১৯:৩৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৯:৩৪

এলাকা পরিদর্শনে আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার কাজ করতে গিয়ে কোনও ধরনের ভয় না পেতে স্থানীয়দের আশ্বস্ত করেছেন মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার সিটি করপোরেশনের কয়েকটি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কাজ করে যান। সমস্যা হলে আমাকে জানাবেন। কোনও রকম ভয় নাই। কেউ কিছু বললে আমাকে জানাবেন।’

মঙ্গলবার বিকেলে আইভী শহরের শহীদনগর ও ডিয়ারা এলাকায় গেলে নারী পুরুষেরা এসে ভীড় করে। তখন এলাকাবাসী আইভীকে ফুলের পাপড়ী ছিটিয়ে স্বাগত জানান।  আইভীকে ভোট চাইতে না করে তাদের অনেকেই বলেন, ‘ভোট চাইবো আমরা, আপনি না। আমরা আপনার নির্বাচনের কাজ করবো।’

এদিকে আইভী আরও বলেন, ‘আমি উন্নয়ন কোনও মুখ দেখে করি নাই। আমার কাছে যে যখন গিয়েছে আমি জিজ্ঞাসা করি নাই কে আপনি, কোথায় থাকেন, কোন দল করেন। আমি আপনাদের সমস্যা শুনে যেটা সঠিক ও ন্যায়সঙ্গত মনে হয়েছে সেটাই করে দিতে চেষ্টা করেছি। আমি আপনাদের জন্য দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করেছি। তাই এ নৌকা আপনারা নির্বাচিত করবেন।’ এলাকা পরিদর্শনে আইভী

ডা. সেলিনা হায়াৎ আইভী আরও বলেন, ‘অনেক বড় বড় সমস্যা সমাধান করে উন্নয়ন করেছি। এ এলাকার এতগুলো ড্রেন, রাস্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি। বাকি কাজগুলোও আগামীতে করে দেবো। এখানে যে রাস্তার কাজ বাকি আছে সেগুলোও দুইবার টেন্ডার দিয়েও কাজ করতে পারি নাই আপনাদের এলাকার জমি সংক্রান্ত কাজের জন্য। তবে আগামীতে এসব সমস্যা সমাধান করবো।’

এসময় আইভী শহীদ নগর ডিয়ারা এলাকার তিনটি মহলায় নারীদের সঙ্গে দেখা বৈঠক করেন। এছাড়াও শহীদ নগর এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন- 


সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায় আগামীকাল

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
করুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
চতুর্থ নারী টি-টোয়েন্টিকরুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
ঢাকা আহছানিয়া মিশনের প্রতিবেদন৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া