X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাখাওয়াতের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:১৩

সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে কোনও অভিযোগ করি নাই, করবোও না। কারণ আমাদের সামনে মাত্র ১৭দিন প্রচারণার সময় আছে। আমাদের তো সবার কাছে যেতে হবে। আমি সাখাওয়াত হোসেনকে বলবো, আমার বিরুদ্ধে অভিযোগ না করে মানুষের কাছে যান।’

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে শনিবার তিনি গিয়েছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সেক্রেটারি হাজী ইয়াছিনের বাড়িতে। এসময় তিনি তাদের তাদের নিয়ে রাস্তায় নামেন। আজ রবিবারও আইভী নামেন মতিন মাস্টারকে সঙ্গে নিয়ে। তখন তাদের পেছনে শত শত নারী পুরুষ নেমে আসে। এসময় তার সমর্থকরা ‘নৌকা’ ও ‘আইভী আপা’ বলে স্লোগান দেয়।

আইভী বলেন, ‘আমি যেমন বিভিন্ন এলাকাতে যাচ্ছি তেমনি সাখাওয়াত হোসেন খানও বিভিন্ন এলাকাতে যাচ্ছে। আমি তার বিরুদ্ধে কোনও অভিযোগ করবে না। আমি মনে করি দুজনেরই জনগণের কাছে যেতে হবে।’

প্রতীক বরাদ্দের আগে মিছিল করায় নির্বাচনী আচরবিধি লঙ্ঘন হচ্ছে কিনা জানতে চাইলে আইভী বলেন, ‘আমি আচরণ বিধি লঙ্ঘন করি নাই। আচরণ বিধি মেনেই কাজ করছি। সকালে আমি চারজন লোক নিয়ে বেরিয়ে এসেছি। আমি এখানে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার কাকার বাড়িতে গিয়েছি চা পান করে রাস্তায় বের হয়েছি। পরে রাস্তায় নামার পর দেখি শত শত মানুষ। মানুষ যদি রাস্তায় নেমে আসে তাহলে আমার কী করার আছে। আমি তো চাইবোই এসব লোকজনদের সঙ্গে কথা বলতে। এতে আমি আচরণ বিধি লঙ্ঘন করি নাই। আবেগ থেকে লোকজন রাস্তায় নামলে কিছু করলে কিছু করার নাই। শত শত মানুষকে থামিয়ে রাখা সম্ভব না।’

এসময় আইভীর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি সাদেকুর রহমান, মতিউর রহমান ব্যপারী, সদস্য রমজান আলী, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক বদরুদ্দিন শেখ প্রমুখ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি