X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইসি'র কাছে ভোটের পরিবেশ চাইলেন আইভী-সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৩

সাখাওয়াত ও আইভী নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ দাবি করেছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তারা এই দাবি জানান।

বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২০১১ সালে আমার কর্মীদের আরও বেশি নির্যাতন করা হয়েছিল। আমাদের প্রার্থীদের দায়িত্ব মানুষকে অভয় দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া। জাতীয় নির্বাচনের মতো একে অন্যের বিরুদ্ধে অভিযোগ না করে ভোটারদের মন জয় করতে আমাদের কাজ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমার লাখ লাখ মানুষই আমার আমার শক্তি। আমি কোনও বিশেষ সুবিধা নেই না, আর নেবোও না। আমি অনেক চাপের মুখে থেকে নির্বাচন করছি। জন রায়ে আমি বিজয়ী হবো।’

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘সারাদেশের মানুষের আগ্রহের কেন্দ্রে এই নির্বাচন। আগের কোনও নির্বাচন মানুষ ভালোভাবে নেয়নি। আর তাই নির্বাচন কমিশন তাদের দুর্নাম ঘুচিয়ে মানুষকে ভোট দিতে যাওয়ার পরিবেশ তৈরি করে দেবেন বলে আমি আশা করি।’

তিনি বলেন, ‘এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে বলে আমরা বলে করি না। বিভিন্ন সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জ আলোচিত। কিন্তু এখনও এসব সন্ত্রাসীদের গ্রেফতারে কোনও অভিযান পরিচালিত হয়নি। এমনকি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়নি। নির্বাচনের ফলাফল পাওয়া পর্যন্ত কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা প্রত্যাশা করি। সেনা মোতায়নের প্রত্যাশা করি কারণ নির্বাচন নিরপেক্ষ করতে সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ প্রার্থীকে নিয়ে এই বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন।  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবারের এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহাবুবুর রহমান ইসমাইল, এলডিপির কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদাউস।

আরও পড়ুন- 


গড়ে উঠছে রোহিঙ্গাদের নতুন বসতি

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা