X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আগামী বছরেই নারায়ণগঞ্জে হাতিরঝিলের আদলে লেক উদ্বোধন: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৮

আগামী বছরেই নারায়ণগঞ্জে হাতিরঝিলের আদলে লেক উদ্বোধন: আইভী রাজধানীর হাতিরঝিলের আদলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নির্মাণাধীন পার্ক আগামী বছরের ৯ জানুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার দুপুরে শহরের দেওভোগের নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে (আর্ট কলেজ) এক আলোচনা সভায় আইভী এই পার্ক উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন। পরে তিনি পার্কের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

প্রসঙ্গত, আগামী বছরের ৯জানুয়ারি হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণের এক বছর। প্রথম বছর পূর্তিতেই নারায়ণগঞ্জবাসীকে ‘উপহার’ হিসেবেই ওই পার্ক দিতে চাচ্ছেন আইভী।

আইভী বলেন, ইতোমধ্যে লেকের মঞ্চের কাজ শেষ। গত ৯ জানুয়ারি আমি সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করি। তাই আগামী ২০১৮ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে লেকটি উদ্বোধন করা হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে লেকের পারে সৌন্দর্য্য বর্ধনে শিমূল, পলাশ ও কৃষ্ণচূড়াসহ ছোট বড় অনেক রকমের গাছ লাগানো হবে যা ওপর থেকে দেখলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মনে হবে।’

আইভী আরও বলেন, ‘আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না এবং আমি মিথ্যা কথা বলি না। আর আমি যেটা পারি, সেটা সরাসরিই বলে দেই পারবো।’

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইভী বলেন, ‘মানুষের জন্য সরলতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো মনোভাব রাখতে হবে।’

সভায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম বাবুল সভাপতিত্ব করেন। এতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিটির সদস্য রফিউর রাব্বি, আব্দুস সালাম, জহিরুল ইসলাম, অধ্যক্ষ শামসুল আলম আজাদ, শিক্ষার্থী তৌফিকুর রহমান, মোসলিমা আনোয়ার তৃষ্ণা ও মারুফা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নাসিকের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের কাজ ব্যয় ধরা হয় ৭ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা। ৯ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই প্রকল্পের কার্যাদেশ দিলেও প্রকল্পের ৪ মাস পর ওই কাজ শুরু করেছে প্রকল্পের টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান। গত ১০ নভেম্বর থেকে ওই প্রকল্পের কাজের শুরু হয়।

নাসিকের উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, প্রকল্পের মধ্যে রয়েছে সবুজে ঘেরা ওয়াকওয়ে, ময়লা নিষ্কাশন, সিটিং প্ল্যান, পানির রিজার্ভ করা, লেকের পূর্ব পামের ঘাটলা নির্মাণ, পেভিলন, হাতিরঝিলের আদলে লেকের মাঝে ব্রিজ ও আলোকসজ্জা, ড্রেনসহ পাবলিক টয়লেট ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা থাকবে। প্রকল্পটি সম্পূর্ণ সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে করা হচ্ছে।’

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত