X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

একই রশিতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা!

গাজীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০২

গাজীপুর গাজীপুরে একই রশিতে গলায় ফাঁস লাগিয়ে দুই জনের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পুলিশ একটি ঘর থেকে ঝুলন্ত ওই দুইজনের লাশ উদ্ধার করেছে। প্রেম সংক্রান্ত বিষয়ে তারা দুইজন  আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার সদুল্লা এলাকার গোলাম বারীর ছেলে সাজেদুল ইসলাম (৩০) এবং ঝালকাঠি সদর উপজেলার পিপিলিকা এলাকার হানিফ হাওলাদারের মেয়ে হনুফা বেগম (২২)। তারা দুইজনই পোশাক কারখানার কর্মী।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও স্থানীয় কাউন্সিলর (৩৬ নং ওয়ার্ড) মনির হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কামারজুরি এলাকার ডা. শাহ আলমের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে প্রায় চার বছর ধরে ভাড়া থাকছিলেন সাজেদুল ইসলাম। পাশেই বাদেকলমেশ্বর এলাকার সেলিমের বাড়িতে ভাড়ায় থাকতেন হনুফা বেগম। দুজনেই বিবাহিত এবং স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরির সুবাদে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তারা আরও জানান, প্রায় এক মাস আগে একমাত্র সন্তানকে নিয়ে সাজেদুলের স্ত্রী গ্রামের বাড়ি বেড়াতে যান। এ সুযোগে সাজেদুল ও হনুফা আরও ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে থাকে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মোবাইল ফোনে খবর পেয়ে হনুফা তাদের বাসা থেকে সাজেদুলের বাসায় যান। ওইদিন সন্ধ্যার দিকে আলমগীর নামের এক বন্ধু সাজেদুলের বাসায় গিয়ে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। এসময় তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে একই রশিতে সাজেদুল-হনুফার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে দুজনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগ পর্যন্ত তারা বলতে পারছেন না এটা হত্যা না আত্মহত্যা। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই সন্দেহ করা হচ্ছে।

/এফএস/ 

আরও পড়ুন- 


‘ফের এমপি হওয়া লোভ থেকেই লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা