X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরকে কেন্দ্র করে আরেকটি নতুন বিভাগের আশ্বাস প্রধানমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৯:১২আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৯:৩৪

 

ফরিদপুরে প্রধানমন্ত্রী

দীর্ঘ নয় বছর পর ফরিদপুরে এসে ৩২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়  ২০১৯ সালের নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ফরিদপুরবাসীর কাছে ওয়াদা চাই যাতে তারা আওয়ামী লীগকে ভোট দেয় এবং অন্যদেরও নৌকা মার্কায় ভোট দিতে বলেন।’ বুধবার বিকালে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় ফরিদপুর ও আশপাশের কয়েকটি জেলা নিয়ে নতুন বিভাগ গঠনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীনের পর জাতির জনক প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে ছিলেন। তার আমলে প্রত্যেকটি মহকুমাকে জেলায় উন্নিত করা হয় এবং পরবর্তীতে আমাদের সরকার বরিশাল, রংপুর ও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করেছেন। এরই ধারাবাহিকতায় আগামীতে আমরা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী নিয়ে নতুন বিভাগ করবো।’

এর আগে সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীদের কাজ লেখাপড়া করা। তারা যেন জঙ্গি, মাদক সেবন ও সন্ত্রাসের পথে  না যায়। সন্তান যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের পথে না যায় সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকতে হবে। সন্তান কার সঙ্গে মিশে বাবা-মাকে সেটা দেখতে হবে। ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দের ধর্ম। নিরহ মানুষকে হত্যা ও আত্মহনন ইসলাম সমর্থন করে না। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথে গেছে তারা ইসলাম ধর্মকে কুলশিত করছে। তারা যাতে  এই পথ ত্যাগ করে এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে বেলা ৩টা ১০মিনিটের দিকে প্রধানমন্ত্রী সরকারি রাজন্দ্রে কলেজের মাঠে সভাস্থলে এসে পৌঁছান।

সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সাংসদ উপনেতা সৈয়াদা সাজেদা চৌধুরী, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী ফারুক খান, আব্দুর রহমান এমপি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: আ.লীগ মানেই দেশের উন্নয়ন: প্রধানমন্ত্রী


সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ