X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছালেই সাভারে মূল অভিযান

সাভার প্রতিনিধি
২৭ মে ২০১৭, ০২:৫৩আপডেট : ২৭ মে ২০১৭, ০৮:০০

সাভারে কয়েকটি বাড়ি ঘেরাও সাভারের নামাগেন্ডা এলাকার একটি ‘জঙ্গি আস্তানা’ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে কয়েকটি বাড়ি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সন্ধা সাড়ে ৭টার পরে ওই বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। বর্তমানে অভিযান স্থগিত রয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা শনিবার সকালে সাভারে এসে পৌঁছালে বাড়িটিতে মূল অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান।

এর আগে সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি সন্দেহে অভিযান চালিয়ে এক নারীসহ  দুই শিশুকে উদ্ধার করে পুলিশ। যাদের স্থানীয় কাউন্সিলরের জিম্মায় রাখা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির জানালা কেটে জঙ্গি মনির ও অপর এক জঙ্গি পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও সাভার থানা পুলিশের একটি দল সন্ধা সাড়ে ৭টার দিকে নামাগেন্ডা এলাকার আনোয়ারের ৫তলা বাড়িতে অভিযান শুরু করে। এরপরই পুলিশের দলটি আনোয়ারের বাড়ির থেকে প্রায় দুইশত গজ দুরে সিরাজের বাড়িতে অভিযান শুরু করে। এ সময় তারা সিরাজের ছয়া তলা ভবনের ২য় ও নিচতলায় অভিযান পরিচালনা করে। ওই বাড়ির দুটি ফ্লাটে জঙ্গিরা অবস্থান করছে বলে ধারনা করেছে পুলিশের সদস্যরা।

এছাড়াও বাড়ির বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য রয়েছে বলেও জানায় পুলিশ।  ভবনটির পাশ থেকে জনসাধারণকে নিরাপদ দূরুত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় সংবাদ কর্মীদের ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, ‘আনোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।’

তবে বর্তমানে ঘিরে রাখা সিরাজুলের বাড়িতে বিস্ফোরফ দ্রব্য রয়েছে বলে জানালেও বিষয়টি স্পষ্ট করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত কোনও কর্মকর্তা। এছাড়াও বাড়িটির ভেতরে কেউ আছে কিনা- এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

/এমডিপি/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ