X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ডেমরায় জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ২ সক্রিয় সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৯:২১আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৯:২১

রাজধানীর ডেমরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (১৯ জুলাই) গভীর রাতে র‌্যাব-১১’র একটি দল অভিযান চালিয়ে তাদের ধরেছে। তারা হলো— নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তুষার হাবিব ওরফে আইয়ুব (২৬) ও আবু বক্কর সিদ্দিক (৩৫)।

র‌্যাবের হাতে গ্রেফতার তুষার হাবিব আইয়ুব ও আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে র‌্যাব-১১’র ব্যাটালিয়ন কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সঙ্গে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। দু’জনই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। তবে আবু বক্কর ছিদ্দিক থাকে ঢাকার শ্যামপুরে। গত ১১ জুন রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় পলাতক আসামি তারা।

র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, গত ১০ জুন রূপগঞ্জ উপজেলার পূর্বাচল হাউজিং সেক্টর ১৯-এ গোপন বৈঠকে উপস্থিত ছিল তারা। উভয়ে নব্য জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) পরিকল্পিত নাশকতার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন চলছে।

তুষার হাবিব ওরফে আইয়ুব একজন ‘এহসার’ সদস্য। ইউনানী ওষুধ ব্যবসার অন্তরালে রূপগঞ্জের গাউছিয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির পক্ষে দাওয়াতী কাজ করে আসছিল সে। থান কাপড়ের ব্যবসা করার সময় জনৈক ইউনুস হুজুরের মাধ্যমে জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে জঙ্গিবাদে জড়ায আইয়ুব। ২০১৫ সাল থেকে পুরোদমে জিহাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জেএমবির পক্ষে দাওয়াতী কাজ শুরু করে সে।

আবু বক্কর ছিদ্দিক জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) একজন ‘গায়েরে এহসার’ সদস্য। ১৩ বছর ধরে ঢাকায় বসবাস করে সে। ২০১৩ সালে মুফতি জসিম উদ্দিন রাহমানির কাছে যাতায়াত শুরুর পর তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গিবাদে প্রবেশ করে আবু বক্কর। ২০১৫ সালের শুরুতে জনৈক আব্দুল্লাহর মাধ্যমে জেএমবিতে যোগদান এবং সক্রিয় সদস্য হিসেবে দাওয়াতী কার্যক্রম শুরু করে সে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যবসার অন্তরালে ঢাকার শ্যামপুর এলাকায় জেএমবির দাওয়াত প্রচার করে আসছিল।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল