X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের জেরে বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

সাভার প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ১৩:২৩আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৩:৪০

বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন সংবাদ প্রকাশের জের ধরে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার সাভার প্রতিনিধি নাদিম হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একই ঘটনায় বাংলা নিউজের আশুলিয়া প্রতিনিধি শরীফুজ্জামান ফাহিমকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার (২১ আগস্ট) সকালে তারা আশুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (নং ৬১ ও ৭১) করেছেন।

রবিবার দুপুরে আশুলিয়ার নিরিবিলি ও জিরানী এলাকায় দুটি মোটরসাইকেলে পাঁচজন সন্ত্রাসী তাদের হত্যার হুমকি দেয়।

জিডির বিষয়টি নিশ্চিত করে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা নিউজের আশুলিয়া প্রতিনিধি শরীফুজ্জামান ফাহিম গত ১৯ আগস্ট আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাতবর জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবারের আয়োজন করেন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্য শেষে সোয়া ৩টার দিকে খাবার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানস্থলে আসা হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের বৃদ্ধাসহ শিশুদের খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাঙালিদের বসিয়ে রেখে নেতাকর্মীরা কাঙালি ভোজ করছিলেন। পরে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন সাংবাদিক এ ঘটনায় ছবিসহ প্রতিবেদন তৈরি করেন। ওই দিনই রাত ১২টার দিকে বাংলা ট্রিবিউনে এ সংক্রান্ত ‘তিন ঘণ্টা বসে থেকে খাবার জুটলো না তাদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

একই ঘটনায় রবিবার ভোরে বাংলানিউজে ‘কাঙালিদের বসিয়ে রেখে নেতাকর্মীদের কাঙালি ভোজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে রবিবার দুপুরে বাসা থেকে বের হয়ে স্থানীয় একটি সড়কে পৌঁছালে দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচ দুর্বৃত্ত বাংলা নিউজের আশুলিয়া প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর পৌনে ১টার দিকে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেনকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় দুটি মোটরসাইকেলে পাঁচ দুর্বৃত্ত হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

/বিএল/

আরও পড়ুন:
তিন ঘণ্টা বসে থেকেও খাবার জুটলো না তাদের

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা