X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আগুনে ছয় শ্রমিকের মৃত্যু: পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছিল আইডিয়াল টেক্সটাইল মিল

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:০১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:০১

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, ছয় শ্রমিকের মৃত্যু (ছবি: প্রতিনিধি) মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে আগুনে পুড়ে মারা গেছেন ছয় শ্রমিক।  তাদের লাশ উদ্ধারের  পর জানা গেছে  মিলটি পরিবেশ ছাড়পত্র নবায়ন না করেই এতদিন ধরে চলছিল। এ তথ্য জানিয়েছেন জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘২০১৫ সালের ৯ আগস্ট পর্যন্ত এই কারখানার পরিবেশ ছাড়পত্র নেওয়া আছে। এরপর পরিবেশের ছাড়পত্র নবায়ন করা হয়নি। আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং সেকশনে ফাইল পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে কয়েকটি নির্দেশনা দিয়ে তাদের কারখানা পরিচালনা করতে বলা হয়।’

এদিকে অগ্নিকাণ্ডে ছয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে এই কমিটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলী মজুমদার। মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন (ছবি: প্রতিনিধি)

তিনি জানান, ‘আমরা এরই মধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছি। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারও কোনও অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

এই কর্মকর্তা আরও জানান, ‘এ ঘটনার পরপরই জেলা প্রশাসক সায়লা ফারজানা  ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসকের নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএম খিদির সারমাসহ পাঁচ কর্মকর্তাকে আটক করা হয়েছে। অপর দিকে জেলা প্রশাসক নিহত শ্রমিকদের দাফন করার জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন।’

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চরমুক্তারপুর আইডিয়াল টেক্সটাইল মিলের ছয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ দুইটি ও নারায়ণগঞ্জের একটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় চতুর্থ ও পঞ্চম তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকা পরে। এদের মধ্যে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন তার সঠিক হিসাব পাওয়া যায়নি। মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, ছয় শ্রমিকের মৃত্যু (ছবি: প্রতিনিধি)

ফায়ার সার্ভিসের নারায়নগঞ্জের উপ-পরিচালক ফরিদ উদ্দিন জানায়,  ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার অভিযানে কাজ করেছে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উদ্ধার কৃত শ্রমিকরা হলেন, চুয়াডাঙ্গা জেলার রহিম বক্সের ছেলে ইস্রাফিল (২৩), সিরাজগঞ্জ জেলার সাহাদাতগঞ্জের আমির হামজার ছেলে নাজমুল (২২), সিরাজগঞ্জ জেলা বড় মাথা থানার হানিফ বেপারীর ছেলে বাবু মিয়া (২২), ঝিনাইদহের  কালিগঞ্জ থানার মৃত সাহেদ আলীর ছেলে সজীব  (২৩), মনিকগঞ্জ জেলা ঘিওর থানার কলিমউদ্দিনের ছেলে  রতন মিয়া (২২) ও বরগুনার জেলার বাবনা থানা চারাখালি গ্রামের রশিদের স্ত্রী কারখানার বাবুর্চি হাসিনা (৫০)।

এদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, ‘অগ্নিকাণ্ডে ছয় জন নিহতের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। মিলের জিএমসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন- মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, ছয় জনের লাশ উদ্ধার

/এফএস/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?