X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা

ফরিদপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৮:০২আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২০:২০

সংসদ উপনেতার গাড়িবহরে হামলা ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এ সময় সংসদ উপনেতা ও তার প্রটোকলে থাকা নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মহিউদ্দিনের গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে তারা অক্ষত আছেন। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে তালমা মোড়ে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তিনি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক লোক ইট ও দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। হামলায় পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে।

সংসদ উপনেতার গাড়িবহরে হামলা নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজে হামলার শিকার হয়েছি। জামাল হোসেনের সমর্থকরা এই হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে সংসদ উপনেতা নিরাপদে তার গ্রামের বাড়ি রসুলপুরে যান।

তবে হামলার কথা অস্বীকার করেছেন জামাল হোসেন। তিনি বলেন, ‘আমি কয়েকদিন যাবত ঢাকায় রয়েছি। আমি শুনেছি দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। তখন সংসদ উপনেতার গাড়িবহর ওইদিক দিয়ে যাচ্ছিল। ওই সময় তিনি হামলার শিকার হন।’

এদিকে ঘটনার পরপরই জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা সংসদ উপনেতার বাড়িতে যান।

 আরও পড়ুন:

‘ডিম তো পেলামই না, উল্টো মার খেলাম’

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি