X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নিখোঁজের ২০দিন পর শিশুর লাশ উদ্ধার, সৎ বাবার দায় স্বীকার

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ০৯:৪২আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১০:৪৫

ফাহিম গাজীপুরে নিখোঁজের ২০ দিন পর ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ফাহিম (৩) নামের এই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ফাহিমের সৎ বাবা সোহাগ হোসেনকে (৩১) আটক করে জিজ্ঞাসাবাদের পর তার সন্ধান পায় পুলিশ। ফাহিমকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে সোহাগ হোসেন।

ফাহিম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মাইজকান্দি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, ফাহিমের মা ফারজানার তৃতীয় স্বামী সোহাগ হোসেন। এর  আগে দ্বিতীয় স্বামী ময়েজ উদ্দিনের ঔরসে ফাহিমের জন্ম। ময়েজ উদ্দিন দীর্ঘদিন প্রবাসে থাকায় তাকে ছেড়ে প্রায় আড়াই বছর আগে সোহাগকে বিয়ে করেন ফারজানা। সন্তান ফাহিম ও স্বামী সোহাগকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় লীজ ফ্যাশন গার্মেন্টসে চাকরি শুরু করেন ফারজানা। তবে বিয়ের পর থেকেই স্ত্রীর আগের ঘরের সন্তান ফাহিমকে মেনে নিতে পারছিল না সোহাগ। এ নিয়ে ফারজানা ও সোহাগের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গত ২৯ অক্টোবর ফাহিমকে নিয়ে সোহাগ নিখোঁজ হয়। কারখানা থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে ফারজানা তার সন্তান ও স্বামীকে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ সন্দেহ করে সোহাগকে ঢাকার পল্টন এলাকা থেকে শুক্রবার দিনগত রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ফাহিমকে হত্যার কথা স্বীকার করে।

নিখোঁজ হওয়ার দিন গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে ঘুমন্ত শিশু ফাহিমকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার ব্রিজের নিচে পানিতে ফেলে হত্যা করেছে বলে সোহাগ পুলিশকে জানিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে পুলিশ ব্রিজের নিচ থেকে ফাহিমের গলিত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা ফারজানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক