X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

স্ত্রীর প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ২০:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:৪৫

গ্রেফতার

গাজীপুরে স্ত্রীর প্রেমে বাধা দেওয়ায় স্বামী বুলবুল আলমকে (২৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশন পশ্চিম মোগড়খাল এলাকায় মোহর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বুলবুল দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সদরের হুমায়ুন কবীরের ছেলে।

আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেওয়ালিয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর মেয়ে জয়নব আক্তার (২৪) ও তার প্রেমিক পাবনার চাটমোহর উপজেলার দুলাউড়া গ্রামের তজু সরদারের ছেলে আসাদুল ইসলাম (২৫)। তারা সবাই তৈরি পোশাক কারখানার কর্মী।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বুলবুল গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম মোগড়খাল এলাকায় মোহর উদ্দিনের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। তারা দুই জনই স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানায় কাজের সুবাদে জয়নব আক্তারের সঙ্গে তার সহকর্মী আসাদুল ইসলামের পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু তাদের গোপন সম্পর্কের বিষয়টি বুলবুল জেনে গেলে তিনি স্ত্রীকে বাধা দেন। এনিয়ে বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে নিজ (ভাড়া) বাসায় বুলবুলকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে জয়নব ও তার প্রেমিক আসাদ। পরে বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য লাশটি সকালে গাজীপুর রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে যায়। এসময় স্থানীয়দের প্রশ্নের জবাবে অসুস্থ্য স্বামীকে দিনাজপুর নিয়ে যাচ্ছে বলে জানায় জয়নব। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ বুলবুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের গলায় কালো দাগ থেকে হত্যার বিষয়টি নিশ্চিত হলে, পুলিশ তার স্ত্রী জয়নবকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে জয়নব হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে পুলিশ আসাদুলকে আটক করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় বুধবার নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: গৌরনদীতে যুবলীগ কর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ