X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৬:০৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:১৫

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে: ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জ্বালাও-পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে। বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ে মেঘের তর্জন-গর্জন ছাড়া কিছু না। সাড়ে ৮ বছরে তা প্রমাণিত হয়ে গেছে। তারা পেট্রোল বোমা মেরে ব্যর্থ হয়েছে। এখন নাকি তারা লোহার হাতুড়ি দিয়ে আন্দোলন করবে। অস্ত্রের ভাষায় যারা কথা বলে, তাদের পরিণতি অত্যন্ত করুণ ও ভয়াবহ। যারা অস্ত্রের ভাষায় কথা বলে তারা ক্ষমতায় গেলে দেশের কী অবস্থা হবে সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে।’
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেণী মিনাবাড়ি এলাকায় একেএম শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন অন্ধকারে ঢিল ছুঁড়ছে। তাদের আন্দোলনের সক্ষমতা নেই, সাহসও নেই। তাই তারা নতুন করে অস্ত্রের ভাষায় কথা বলছে। বিএনপি জ্বালাও-পোড়াও আন্দোলন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা পরীক্ষার্থী চাই না, শিক্ষার্থী চাই। যে পরীক্ষার্থী অপেক্ষায় থাকে প্রশ্ন ফাঁস হবে তারপর পরীক্ষা দেবে, এই শিক্ষা তার কোনও কাজে আসবে না। প্রশ্নপত্র ফাঁস করে যারা শিক্ষাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে তারা দেশ, জাতি জনগণের শত্রু।’
হাজীগঞ্জ -নবীগঞ্জ এলাকায় আরও একটি সেতু নির্মাণ করার দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেন, ‘এই বন্দরের মানুষের একটি দাবি, সেতু চাই । আপনি (ওবায়দুল কাদের) সেতু নির্মাণ করার ঘোষণা দেবেন। ’
জবাবে মন্ত্রী বলেন, হাজীগঞ্জ-নবীগঞ্জ এলাকায় সেতু নির্মাণ করা হবে। তবে এই সরকারের এই মেয়াদে সেতু নির্মাণ দৃশ্যমান হবে না। কিন্তু সেতু নির্মাণের জন্য কাজ অচিরেই শুরু হবে। আগামী ১৫ দিনের মধ্যে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে ফেরি চলাচল শুরু হবে।’
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপা (এ) দলীয় সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ