X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর জীবনের কোনও নিরাপত্তা নেই’

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:০৪

এম হাসান রহমান বাঁধন (ছবি: সংগৃহীত) যুক্তরাষ্ট্রের কানসাসে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি এম হাসান রহমান বাঁধনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার উত্তরা ৪নং সেক্টরের সরকারি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাঁধনের মরদেহ।

বাঁধনের বাবা মুজিবুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো দেশে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনের কোনও নিরাপত্তা নেই। তাহলে বিশ্বের কোন দেশে মানুষের নিরাপত্তা আছে?’

তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রক্রিয়া শেষে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় বাঁধনের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ছেলের মরদেহ তাদের হাতে এসে পৌঁছায়। এদিন বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া গ্রামের ভুঁইয়া বাড়ি ঈদগাহ মাঠে বাঁধনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় গাজীপুর মহানগরের তেলিপাড়া মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা হয়। পরে মাগরিবের নামাজের আগে উত্তরা ৪নং সেক্টরের সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি বলেন, ‘২০১১ সালের জুনে বাঁধন যুক্তরাষ্ট্রে যায়। এরপর আর দেশে আসেনি। কানসাসের উইচিটা বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় সে। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সে যোগদানের উদ্দেশ্যে কিছুদিন আগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। অক্টোবরে সেখানে তার যোগদানের কথা ছিল। কিন্তু মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের কারণে চাকরিতে যোগ দিতে কিছুটা বিলম্ব হচ্ছিল।’

বাঁধনের মামা হুমায়ুন কবির বলেন, ‘যেহেতু বিদেশের ব্যাপার, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এ ব্যাপারে কিছু করতে পারিনি।’

বাঁধনের বাবা মজিবুর রহমান ঢাকার আবেদ হোল্ডিংস লিমিটেডের প্রকৌশলী। মা হাসানারা বেগম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রিন্সিপাল অফিসার। বাঁধন ছাড়াও মারজানা রহমান ভাবনা নামে তাদের একটি মেয়ে রয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর রাতে  যুক্তরাষ্ট্রের কানসাসে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান এম হাসান রহমান বাঁধন। উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের একটি গাড়িতে বাঁধনের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন:

‘অপেক্ষায় ছিলাম তোকে একটু ছুঁয়ে দেখবো বলে’ 

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন