X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৯:০৪আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৯:০৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বেরগাঁও পলিটেকনিক ও মেডিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৯ মার্চ) সকালে উপজেলার পুবেরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও দোষি ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, গত শুক্রবার উপজেলার পূর্বেরগাঁও পলিটেকনিক ও মেডিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের আয়োজনে বার্ষিক বনভোজন উদযাপিত হয়। সেদিন বাস সার্ভিস নিয়ে আয়োজকদের সঙ্গে কম্পিউটার ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই দ্বন্দে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষকরাও জড়িয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বেলা ১১টার দিকে ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীরা কম্পিউটার ও টেক্সটাইল বিভাগের শ্রেণিকক্ষে ঢুকে হামলা করে। ওই হামলায় ১৫ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় দুপুরে কলেজ কর্তৃপক্ষ ঘটনায় অভিযুক্ত ইলেকট্রিক্যাল বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শান্ত ও শরৎকে বহিষ্কারসহ একই বিভাগের শিক্ষার্থী তারিকুল ইসলাম, মৃদুল, ফাহাদ ও রিপুকে ৫ হাজার টাকা করে আর্থিক দণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে কলেজর অধ্যক্ষ আতিকুল ইসলাম বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই কলেজ কর্তৃপকক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় বর্তমানে ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।’
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক সেলিম মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দেয়নি। ’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ