X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিএনপির আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১৭:১৮আপডেট : ২১ জুন ২০১৮, ২১:০৫

   রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল হাসান উদ্দিন সরকার ও তার কর্মী-সমর্থকরা

বিএনপি ও ২০ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার অভিযোগ ও অভিযোগের পাল্টা জবাব দেওয়ার মধ্য দিয়েই বৃহষ্পতিবার নির্বাচনি সময় পার করেছেন গাজীপুর মহানগরে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। বুধবার রাতে বিএনপিসহ ২০ দলীয় জোটের আট নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ নিয়ে সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল হাসান উদ্দিন সরকার ও তার কর্মী-সমর্থকদের ভিড়।

এ সময় গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে এম ফজলুল হক বলেন, মহানগরের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকা থেকে বুধবার রাতে হাসান উদ্দিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা তারা হলেন, কাশিমপুর অঞ্চল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন, সদস্য শাহজাহান ডিলার, কোনাবাড়ী কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মিলন, সদস্য মিলন মিয়া, তাইজুল ইসলাম, বালিয়ারা কেন্দ্র কমিটির সদস্য আব্দুস ছামাদ, কাউলতিয়া অঞ্চল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শাহ আলম, মরকুন টেকপাড়া এলাকার রফিকের ছেলে আবু সায়েম।

রিটার্নিং অফিসারের কাছে অনুরোধ করে মিলন বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাকে (রিটর্নিং কর্মকর্তা) নির্বাচনে সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ দিচ্ছি, আপনারাও আমাদের সুযোগ দেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমাদের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় মিটিং। মিটিংয়ের আগের দিন রাতে এভাবে কেন্দ্রীয় কমিটির নেতাদের গ্রেফতার করার মানে হলো আমাদের প্রচার কাজে সরাসরি বাধা দেওয়া।’

মিলন নেতাকর্মীদের গ্রেফতার এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘এ অবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ালে আমাদের কোনও দোষ হবে না। আপনারা যদি বাধ্য করেন তাহলে শুধু আমরা না, জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করবো। ইলিয়াছের মতো যদি আমাদের আর একটি লোকের ক্ষতি হয়, সে ক্ষেত্রে দায় দায়িত্ব আপনাদের সবাইকে বহন করতে হবে।’   

বিএনপি প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান সরকার অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের এখনো শত ভাগ বিশ্বাস ও আস্থা আছে। তারা যদি এখনও ব্যবস্থা নেয় তাহলে জনগণ নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমার অভিযোগ নির্বাচন কমিশনের প্রতি নয়, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, যারা আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে।’

তিনি বলেন,‘স্বাধীনতার এতো বছর পরও যদি মানুষের অধিকারের জন্য কিছু করে যেতে না পারি, তাহলে আমার এ জীবন রাখার কোনও মূল্য নেই। নির্বাচন কমিশনারের কাছে গাজীপুরবাসীর প্রত্যাশা হলো একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন। নির্বাচন কমিশনের সব ব্যক্তি ও প্রশাসনের দেওয়া আশ্বাসের পরও কেন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হলো? এরপরও নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? তাদের সবাইকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এখনো গ্রেফতার করা হচ্ছে।’

বিএনপি নেতাকর্মীদের অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘কারও বিরুদ্ধে যদি কোনও মামলা না থাকে এবং কেউ ফেরারি না থাকে তাহলে তাদের যেন হয়রানি না করা হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এ চার-পাঁচটা দিন যাতে নতুন করে কারও বিরুদ্ধে কোনও মামলা করা না হয় এবং কাউকে ধরপাকড় বা গ্রেফতার করা ও ভয়ভীতি প্রদর্শন করা না হয় সে ব্যাপারেও কথা বলার প্রতিশ্রুতি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা না থাকলে, তাদের ছেড়ে দেওয়া জন্য পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে এখনই চিঠি দিচ্ছি। নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করবো, যেন নির্বাচনি পরিবেশ নষ্ট না হয়। জেলা, পুলিশ প্রশাসন নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনের আদেশ নির্দেশ পালন করবে। যদি পালন না করে তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা