X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে মা-মেয়ের গলাকাটা ও বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১৯:৪৩আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:৫২

গাজীপুর গাজীপুরে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার কামাল হোসেনের বাড়ি থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। এরমধ্যে মা-মেয়ের গলাকাটা এবং বাবার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

নিহতরা হলেন হায়দারাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে কামাল হোসেন (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও তাদের মেয়ে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কামাল ওরফে রিমি (১৯)।

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেনের স্ত্রী মাহমুদা সাংবাদিকদের জানান, তিনি তার সন্তানকে স্কুলে দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় কামাল হোসেনের বাড়ির বাইরের লাইট জ্বালানো দেখতে পান। পরে তিনি কামাল হোসেনের ঘরের দিকে এগিয়ে যান এবং গ্রিল দেয়া বারান্দায় কামাল হোসেনের লাশ ঝুলতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে ঘরে ঢুকে তার স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান।

খবর পেয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহত মা ও মেয়ের গলা এবং পেট কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ তিনটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা তার মেয়ে ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টির সঙ্গে অন্য ঘটনা জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত