X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে ধীর গতি

তানভীর মাহমুদ, রাজবাড়ী
১৮ আগস্ট ২০১৮, ১৮:১০আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৮:১৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে ওঠার অপেক্ষায় যানবাহন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলছে ধীর গতিতে। রাজধানী ঢাকাগামী যানবাহনগুলো ফেরিতে উঠতে দীর্ঘক্ষণ সময় লাগছে। দৌলতদিয়া ঘাট প্রান্তে লম্বা হচ্ছে যানবাহনের সারি।

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ঢাকার হাটে কোরবানির পশু নিয়ে রওনা করেছে ব্যাবসায়ীরা। যাত্রীবাহী বাসের সঙ্গে এসব পশুবোঝাই ট্রাক যোগ হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুন। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটারের বেশি সড়কজুড়ে যানবাহনের লম্বা লাইন দেখা গেছে।

দৌলতদিয়া পাটুরিয়া নৌ পথের যাত্রীরা জানান, সারাবছরই এ রুটে যাত্রী ভোগান্তি লেগেই থাকে। বর্ষা মৌসুম আর ঈদে ভোগান্তি আরও বেড়ে যায়।

গরু বোঝাই ট্রাকের চালকেরা জানান, গরুবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়াল দিলেও আগের দেওয়া  সিরিয়ালে আটকে থাকা ট্রাকগুলো পারাপার না হওয়া পর্যন্ত সিরিয়ালে তো অপেক্ষায় থাকতে হয়। গরমে অনেক গরু অসুস্থ হয়ে পড়েছে। আর অসুস্থ হওয়া গরুর ভালো দাম পাওয়া যায় না। এতে করে ব্যবসায়ীদের অনেক লোকসান গুনতে হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে নদীপথে র‌্যাবের টহল শুরু

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত গাড়ির চাপে নদী পাড়ে অপেক্ষারত যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। প্রাকৃতিক কোনও দুর্যোগ না হলে এবং সবগুলো ফেরি সচল থাকলে আসন্ন ঈদে ঘরমুখো মানুষ ও পশুবোঝাই যানবাহন পারাপারে কোনও সমস্যা হবে না।

বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে থাকছে ২১টি ফেরি ও ৩৩টি লঞ্চ। ফেরি ভেড়ার জন্য রয়েছে ছয়টি ঘাট। অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে যাত্রীবাহী পরিবহন ও গরুবাহী ট্রাক। এছাড়া ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও ঈদের পরের তিন দিনসহ মোট ৭ দিন বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

আরও পড়ুন: লালমনিরহাটের যাত্রীদের জন্য ঈদ স্পেশাল ট্রেন চালু

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, ঈদে ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদুল ফিতরের মতো এ ঈদেও যাত্রীরা নিরাপদে ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। ঈদে যাত্রী ভোগান্তি ও ঘাট এলাকাসহ মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন দফতর একাধিকবার সভা করেছে। নদীতে নিরাপত্তার জন্য নৌ-পুলিশ, ঘাট এলাকা ও সড়কে র‌্যাব, পুলিশ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ, সাদা পোশাকে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরা নিয়োজিত থাকবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম