X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভোট না দেওয়ায় ভিজিএফ কার্ড ছিঁড়ে ফেললেন কাউন্সিলর!

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১৮:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৯:০৯

ভিজিএফ এর চালের জন্য ভির করেছে কার্ডধারীরা

ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে টাঙ্গাইলের বাসাইলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে কাউন্সিলর হাফিজুরের বিরুদ্ধে। গত নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় এক অসহায় নারীর কার্ড ছিঁড়ে ফেলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, বাসাইল পৌরসভায় ৩ হাজার ৮১ জন অসহায় ব্যক্তিকে ভিজিএফের কার্ড দেওয়া হয়েছে। এরমধ্যে ১নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমান ২৭৫টি কার্ড পান। সেই সঙ্গে সংরক্ষিত নারী কাউন্সিলর ববিতা আক্তারের ৫০টিসহ ৩২৫টি কার্ডের চাল বিতরণের দায়িত্ব তার কাছে ছিল। শনিবার (১৮ আগস্ট) বাসাইল খাদ্য গুদাম থেকে এসব চাল বিতরণ করা হয়। প্রত্যেকের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও কাউন্সিলর হাফিজুর রহমান ২০ কেজির পরিবর্তে ১৬ থেকে ১৭ কেজি করে বিতরণ করছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর ববিতা আক্তারের সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়। এ সময় ববিতা আক্তারের পক্ষ থেকে কার্ড পাওয়া মুন্নি বেগম চাল নিতে গেলে তার কার্ড ছিঁড়ে ফেলেন কাউন্সিলর হাফিজুর। বিষয়টি নিয়ে দু’পক্ষে মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর ববিতা আক্তার বলেন, ‘চাল কম দেওয়ার বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করলে আমার ওপর কাউন্সিলর হাফিজুর ক্ষিপ্ত হয়। পরে সে আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় হাফিজুরকে নির্বাচনে ভোট না দেওয়ায় এক নারীর কার্ড ছিঁড়ে ফেলেন। আমি ওই নারীকে কার্ডটি দিয়েছিলাম। আমার ৫০টি কার্ডের মধ্যে ৩৮টি কার্ডের চাল দেওয়া হয়নি।’ 

ভোট না দেওয়ায় ছিড়ে ফেলা ভিজিএফ কার্ড

অভিযুক্ত কাউন্সিলর হাফিজুর রহমার বলেন, ‘চাল দেওয়ার সময় হঠাৎ আমার এক ভগ্নিপতির অসুস্থতার খবর পেয়ে আমি অন্য একজনকে দায়িত্ব দিয়ে হাসপাতালে যাই। কিছুক্ষণ পরেই আমি আবার এসে চাল দিতে থাকি। এ সময় চাল কম দেওয়ার অভিযোগ উঠে। চাল বাইরে নিয়ে গিয়ে পরিমাপ করে কম দেওয়ার অভিযোগ করেছে। এটা চক্রান্ত করে করা হচ্ছে। একটি মহল আমার মানহানির চেষ্টা চালাচ্ছে। ২০ কেজির মধ্যে সাড়ে ১৯ কেজি হতে পারে। ১৬ থেকে ১৭ কেজি হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘নারী কাউন্সিলর ববিতা আক্তারের কার্ড পাওয়ার ব্যাপারে জটিলতা ছিল। বিষয়টি আমি ইউএনও ও মেয়র সাহেবকে জানিয়েছি।’

বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ বলেন, ‘আমি অসুস্থতার কারণে ঢাকায় আছি। বিষয়টি আমি শুনেছি। ওই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চাল কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। পরে সঠিকভাবে চাল বিতরণ করা হয়।’

 

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল