X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এসপি অফিসের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি

মাদারীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪২

মোটরসাইকেল মালিক হিসাবরক্ষক মিজানুর রহমান মাদারীপুরের পুলিশ সুপার কার্যালয়ের গ্যারেজ থেকে হিসাবরক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকালে মোটরসাইকেলটি চুরি হয়। বুধবার (১৯ সেপ্টেম্বর) মাদারীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন হিসাবরক্ষক মিজানুর রহমান। থানার ওসি কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের হিসাবরক্ষক মিজানুর রহমান সোমবার বিকালে গ্যারেজে তার ব্যবহৃত মোটরসাইকেলটি (এ্যাপাচি আরটিআর) রেখে অফিসে ঢোকেন। কাজ শেষে সন্ধ্যার দিকে বের হওয়ার পর মোটরসাইকেলটি পাননি।

হিসাবরক্ষক মিজানুর রহমান বলেন, ‘আমার এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি (নিবন্ধন নম্বর মাদারীপুর-ল ১১-১৮৪৯) আমাদের অফিসের পশ্চিম পাশের ছোট গ্যারেজটির মধ্যে রাখা ছিল। এখান থেকে মোটরসাইকেল হারাতে হবে ভাবতেও পারিনি। দীর্ঘদিন ধরে মাদারীপুরে অস্বাভাবিক হারে মোটরসাইকেল চুরি বেড়ে গেছে।’

নতুন শহর এলাকার ব্যবসায়ী সুশান হাওলদার বলেন, ‘পুলিশ অফিস থেকে মোটরসাইকেল চুরি হলে আমরা সাধারণ জনগণ কোথায় যাবো?’

লঞ্চঘাট এলাকার বাসিন্দা কলেজশিক্ষক আলী আকবর খোকা বলেন,  ‘এটা এসপি অফিসের প্রেস্টিজ ইস্যু। যেভাবেই হোক এই মোটরসাইকেল চোরচক্রকে ধরা হোক।’

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘আমি অফিসিয়াল কাজে ঢাকায় এসেছি। মোটরসাইকেল যেখান থেকে চুরি হয়েছে, সেখানে সিসি ক্যামেরা ছিল না। মাদারীপুরে অস্বাভাবিকভাবে মোটরসাইকেল চুরির ঘটনায় ইতোমধ্যে পুলিশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।’

উল্লেখ্য, গত এক বছরে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের সামনে থেকে এবং ঘরের দরজা ও কলাপসিবল গেট ভেঙে এনএসআই কর্মকর্তা, পুলিশ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে এনএসআইয়ের কর্মকর্তার মোটরসাইকেলসহ বেশ কয়েকটি মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রকে আটক করা হয়। এরমধ্যে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম প্রধান হোতা মহম আলী ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তারপরও মোটরসাইকেল চুরি থেমে নেই।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র