নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলী নুর (৩৫) নামে একব যুবক নিহত হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁ পৌরসভার চিলারবাগ গ্রামের বালুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, আলী নুর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন। নিহত আলী উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামের বাসিন্দা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, আলী দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার তাকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।
তিনি আরও জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আলীকে গ্রেফতারের জন্য সোনারগাঁ থানা পুলিশ চিলারবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আলী পুলিশের ওপর গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালালে আলী নূর নিহত হয়। পুলিশ তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা উদ্ধার করে। নিহত আলীর বিরুদ্ধে মাদকের ১৬টি মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।