X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘তফসিল নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে কঠোর হাতে দমন করবে র‌্যাব’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করবে র‌্যাব-১১। জনগণকে নিরাপদ রাখতে র‌্যাবের সদর দফতরের নির্দেশনায় বিশেষ টহল চালু থাকবে। তফসিলকে ঘিরে যে কোনও ধরণের অপশক্তিকে মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত রয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন, র‌্যাব-১১ এর সিও (অধিনায়ক) কমান্ডার রাসেল আহমেদ কবীর।

র‌্যাব-১১ এর সিও বলেন, ‘র‌্যাব-১১ এর সদর দফতর নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জ ছাড়াও মুন্সীগঞ্জ, নরসিংদী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকার দুটি থানা এলাকায় র‌্যাব-১১ এর সদস্যরা কালো পোশাকে টহলে থাকবে এবং সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা বাহিনী নিয়োজিত থাকবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের তফসিলকে ঘিরে যে কোনও ধরণের অপশক্তি বা অস্থিতিশিল পরিস্থিতি আমরা মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত আছি। আমরা সাংবিধানিক দায়িত্ব মেনে সংবিধানের ধারা এবং গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখার জন্য বদ্ধপরিকর। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী— জেলা পুলিশ, শিল্পপুলিশ, আনসার ও নারায়ণগঞ্জে বিজিবির নতুন ব্যাটেলিয়নের সঙ্গে আমাদের সার্বিক সমন্বয় রয়েছে।’

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ামাত্র। জনগণ যার যার কাজ করবে, শুধু ভোটের সময় তাদের ভোটের অধিকার বাস্তবায়ন করবে। এটাই আমাদের আশা।’ তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে কেউ যদি মিছিল মিটিং করতে চায় বা রাজনৈতিক কর্মসূচি দিতে চায় সেই কর্মসূচিতে আমাদের গোয়েন্দা বাহিনী ও স্ট্যাইকিং ফোর্স থাকবে। আমরা নিরাপত্তা দিয়ে যাবো। জঙ্গি তৎপরতা ও মাদক নির্মুলে যুদ্ধে নেমেছি। এটা আমরা চালিয়ে যাবো। ’

এসময় আরও উপস্থিত ছিলেন— র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিনসহ র‌্যাবের কর্মকর্তারা।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ