X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মেঘনায় ট্রলার ডুবি: ১৮ জন নিখোঁজ, উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

মেঘনায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা

মুন্সীগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির সাত দিন পর সোমবার উদ্ধার কাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে এখনো ১৮ শ্রমিক নিখোঁজ রয়েছে।  ট্রলার ডুবির পর নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে গতকাল রবিবার দুইজনের মরদেহ মেঘনা নদীতে ভেসে ওঠে।

এসব তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী বলেন,‘নিখোঁজ ট্রলার উদ্ধারকাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মেঘনা নদী থেকে নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও ১৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। শ্রমিকদের স্বজনরা নিজেদের গ্রামের বাড়ি পাবনায় ফিরে গেছে। যদি পরে আর কোনও মরদেহ উদ্ধার করা হয় বা ভেসে ওঠে সে ক্ষেত্রে স্বজনদের খবর দিয়ে আনা হবে।'

এদিকে, মেঘনায় ট্রলার ডুবে ২০ শ্রমিক নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলায় আটক ট্রলার মালিক জাকির দেওয়ানের (৪৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় আমলি আদালত-৫ এর বিচারক এই রায় দেন। রবিবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলার পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা আরশেদ আলী জানান, সাত দিনের রিমান্ড চাইলে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারের দিন আদালতে আনা হলে আদালত মঙ্গবার (২১ জানুয়ারি) শুনানির দিন ধার্য করেনব।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টায় মেঘনায় মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কায় জাকির দেওয়ান নামের মাটি বোঝাই একটি ট্রলারটি ডুবে যায়। এসময় ৩৪ জন শ্রমিকের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন ২০ শ্রমিক। ট্রলার ডুবির ষষ্ঠ দিন গতকাল রবিবার মেঘনা নদী থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে