X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান

টাঙ্গাইল প্রতিনিধি
১১ মে ২০১৯, ১১:৫৯আপডেট : ১১ মে ২০১৯, ১১:৫৯

  টাঙ্গাইলে ঝুকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান

টাঙ্গাইলের সখীপুরে একটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। ভবনের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ফাটলসহ পলেস্তারা উঠে গেছে। ক্লাস চলাকালীন সময় পলেস্তারা পড়ে যাচ্ছে বলে দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। উপজেলার বেতুয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবস্থার মধ্যে ক্লাস করছেন শিক্ষার্থীরা। এদিকে সামান্য বৃষ্টি হলেই ওই বিদ্যালয়ের ফ্লোর পানিতে ডুবে যায়। বিষয়টি সংশ্লিষ্ট দফতর বারবার জানালেও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার বেতুয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩-৯৪ সালে ৪ কক্ষ বিশিষ্ট ওই ভবনটি নির্মাণ করা হয়। এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী রয়েছে। ওই ভবনের ঢালাই ভেঙে বিভিন্ন স্থানে রড বের হয়ে গেছে। বর্তমানে ভবনের প্রতিটি জয়েন্টে জয়েন্টে ফাটল দেখা দিয়েছে। যে কোনও সময় ওই ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মিয়া বলেন,‘বিদ্যালয় ভবনের ছাদ, পিলার ও ভীম ফেঁটে গেছে। জীবনের ঝুঁকি নিয়েই শিশু শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। ক্লাসকালে অনেক সময় পলেস্তারা খসে যায়। তাই আতঙ্কের মধ্যে ক্লাস চলছে।’

বেতুয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্রে দাশ বলেন,‘উপজেলা প্রকৌশলীকে নিয়ে ওই বিদ্যালয়টি পরিদর্শন করেছি। ওই বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ তালিকায় ধরা হয়েছে। উপজেলায় আরও কয়েকটি বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলোর তালিকা করা হচ্ছে। তালিক করা শেষ হলেই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’
‘গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ইমনকে বাদ দিয়ে একাদশে শান্ত
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ইমনকে বাদ দিয়ে একাদশে শান্ত
মাস্ক পরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের মিছিল, গ্রেফতার ৩
মাস্ক পরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের মিছিল, গ্রেফতার ৩
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করলো রাশিয়া
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করলো রাশিয়া
সর্বাধিক পঠিত
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
নতুন শাখা খোলায় কঠোর বাংলাদেশ ব্যাংক
নতুন শাখা খোলায় কঠোর বাংলাদেশ ব্যাংক
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ