X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের দাবি

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
০৭ জুলাই ২০১৯, ১৫:৫৮আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৬:০১

 

বাঁশের সাঁকো দিয়ে চলাচল পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর একটি পাকা সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন নরসিংদীর মনোহরদী উপজেলা ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুইটি ইউনিয়নের আটটি গ্রামের মানুষ।

মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রাম এবং গাজীপুর জেলার কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামের সীমানা ঘেঁষে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। দৌলতপুর ইউনিয়নের কোঁচেরচর, কীর্ত্তিবাসদী, নিশ্চিন্তপুর, কেরানীনগর এবং সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও, মির্জানগর, সনমানিয়া ও আড়াল গ্রামের মানুষ এ নদের ওপর দিয়ে চলাচল করে থাকেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর শুষ্ক মৌসুমে দুই পাড়ের লোকজন মিলে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করে তার ওপর দিয়ে চলাচল করেন। বাঁশের সাঁকো ব্যবহার করে প্রতিদিন দুটি কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি ফাজিল মাদ্রাসা ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ ৬-৭ হাজার মানুষ চলাচল করে থাকেন।

দৌলতপুর গ্রামের বাসিন্দা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আল-ফাহাদ বলেন, ‘উভয় পাড়ের শিক্ষার্থীদের স্কুল-কলেজ, মাদ্রাসায় যেতে নানা দুর্ভোগ পোহাতে হয়। দূর-দূরান্ত থেকে আগত অনেক মেহমানেরই সাঁকোতে চড়ার অভ্যাস নেই এবং ছোট-ছোট শিশুরা দীর্ঘ বাঁশের সাঁকো বেয়ে নদ পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাছাড়া রাতের বেলায় অন্ধকারে নদ পাড়ি দিতে গিয়ে অনেকে ডাকাতের কবলে পড়ে আহত হওয়ার নজিরও আছে। হাজার-হাজার মানুষের ভোগান্তি নিরসনে এখানে দ্রুত একটি সেতু নির্মাণ প্রয়োজন।’

সনমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ভূঁইয়া বলেন, ‘মির্জানগর চরে সারাবছরই উৎপাদিত শাক-সবজি দৌলতপুরের রথথলা বাজার, লাখপুর বাজার, কোচেরচর নতুন বাজার, হাতিরদিয়া বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে বাঁশের সাঁকো দিয়ে যেতে হয়। এখানে একটি সেতু নির্মাণ হলে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের স্কুল-কলেজে যেতে পারবে। কৃষক ও  ব্যবসায়ীরা তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহন এবং দ্রুত সময়ে বাজারজাত করতে পারবেন।’

মনোহরদীর দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম জানান, ‘পুরাতন ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণ সনমানিয়া ও দৌলতপুর ইউনিয়নের জনগণের প্রাণের দাবি। এখানকার দুর্ভোগ লাগবে সেতু নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন জানিয়েছি। সেতুটি বাস্তবায়িত হলে দুই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে সেতু নির্মাণের বিষয়ে প্রকৃত তথ্যটি এই মুহুর্তে আমার জানা নেই। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ঠিক তথ্য দিতে পারবেন।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মনোহরদী উপজেলা প্রকৌশলী আব্দুস সাকের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই উপজেলার নিকটবর্তী ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাগবে এখানে একটি সেতু খুবই প্রয়োজন। সেতুটি নির্মাণের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছুদিন আগে একটি প্রস্তাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর বরাবর পাঠানো হয়েছিল। প্রস্তাবনাটি পাস হলে সেতু নির্মাণ করা হবে।’

মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গত মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এ বিষয়ে একটি প্রস্তাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর বরাবর পাঠানো হয়েছে। আশা করছি এ অর্থবছরে সেতু নির্মাণের এ প্রস্তাবনাটি পাস হবে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবু সাঈদের হত্যাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা না করায় বিক্ষোভ
আবু সাঈদের হত্যাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা না করায় বিক্ষোভ
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
বাংলাদেশ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতে পদক্ষেপ নেবে ইতালি
বাংলাদেশ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতে পদক্ষেপ নেবে ইতালি
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ