হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার খোদ স্বর্ণালঙ্কার তৈরির মেশিনের ভেতর থেকে স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার দিবাগত রাতে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রী ওই মেশিনের ভেতরে সুকৌশলে আনা ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁদপুর শাহরাস্তি সুমন মিয়া নামের ওই যাত্রী রাত সোয়া ১১টার দিকে মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তীতে ইমিগ্রেশন শেষ করে কাস্টমস হলে এলে তার লাগেজ স্ক্যান করলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। অনেক জিজ্ঞাসাবাদ করলেও সে স্বর্ণের বিষয়টি অস্বীকার করে। পরে তার স্বর্ণালঙ্কার তৈরির ওই মেশিন ঘিরে সন্দেহ হয়। এক পর্যায়ে ওই মেশিনের ভেতরে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণের চাকতি পাওয়া যায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, চোরাকারবারীরা অভিনব কায়দায় স্বর্ণপাচারের চেষ্টা করছেন। কিন্তু কাস্টমসের প্রিভেনটিভ টিমের সতর্কতার কারণে তারা সফল হতে পারছে না। একের পর এক তাদের কৌশল ধরাও পড়ছে।