X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিকে দ্বিতীয় দফা হামলার অভিযোগ, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১০:২৩আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১০:৩৩

গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু (৩০) প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হাতে দ্বিতীয় দফা হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিকুর চাচা মঞ্জুর আলম বাদী হয়ে শুক্রবার বিকেলে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। শ্রীপুর থানার আফিসার ইনচার্জ (অপারেশন) আকতার হোসেন এ কথা জানান।

আহত জাকিরুল ইসলাম জিকু উত্তরার আধুনিক হাসপাতালে চিকিৎসাধী আছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকায় তিনি হামলার শিকার হন। হামলাকারীরা সবাই যুবলীগ ও ছাত্রলীগ কর্মী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, শ্রীপুর পৌরসভার কলেজ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান জুয়েল (৪০), শান্তিবাগ এলাকার জাহাঙ্গীরের ছেলে মারুফ (১৫), ডোয়াইবাড়ী গ্রামের সফির উদ্দিনের ছেলে রাসেল (৩৮) ও আবুল মণ্ডলের ছেলে মাসুম মণ্ডল (২৮)। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগ সভাপতি জাকিরুল ইসলাম জিকু তার বাসা থেকে বের হয়ে সবুজবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা দা, লাঠি, ছোরা, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা  জিকুর কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও অপ্পো এস-৩ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে জিকু জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উত্তরার আধুনিক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে জাকিরুল ইসলাম জিকু ২৩ আগস্ট আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে শ্রীপুর রেলস্টেশন চত্বরে প্রথম দফা হামলার শিকার হন। ওই সময় শ্রীপুর থানায় জাকিরুল ইসলাম জিকু একটি মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার আফিসার ইনচার্জ (অপারেশন) আকতার হোসেন জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকুর ওপর হামলায় জড়িত চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল আলম রবিন জানান, বার বার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির ওপর হামলায় শ্রীপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে তুলে দিয়ে শ্রীপুরে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে।  

প্রসঙ্গত, গত ২৩ আগস্টের হামলায় ছাত্রলীগ সভাপতি জাকিরুল ইসলাম জিকুসহ উপজেলা ছাত্রলীগের ৩ নেতা গুরুতর আহত হয়েছেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল