X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গ্রাহকের সই জালিয়াতি করে কোটি টাকা আত্মসাৎ

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৩

মনিরুল ইসলাম ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের টাঙ্গাইলের কালিহাতীর রামপুর শাখার মার্কেটিং অফিসার মনিরুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে গ্রাহক ও এলাকাবাসী ব্যাংকটি ঘেরাও বিক্ষোভ করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।

গ্রাহকরা জানান, স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেনের পরিবার এনসিসি ব্যাংকে ৩৫ লাখ টাকা এফডিআর হিসাবে জমা রাখেন। রবিবার (২২ সেপ্টেম্বর) তিনি ওই এফডিআর বিষয়ে জানতে এসে দেখেন তার অ্যাকাউন্টে কোনও টাকা নেই এবং এফডিআরও জাল। ওই ব্যাংকের মার্কেটিং কর্মকর্তা মনিরুল ইসলাম সই জালিয়াতি করে পুরো টাকাই তুলে নিয়েছেন।

পরে অন্যান্য গ্রাহকরা ব্যাংক হিসাব নিতে আসেন। এদের মধ্যে আরও ৮ জনের ৬২ লাখ টাকা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও অন্যান্য গ্রাহকের কাছ থেকে বিভিন্নভাবে আরও প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে।

গ্রাহকরা ব্যাংক ঘেরাও করেন

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাংকের গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।পরে তারা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করে এবং ব্যাংক স্টাফদের অবরুদ্ধ করে রাখে।

অভিযুক্ত মার্কেটিং অফিসার মনিরুল ইসলাম টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘গ্রাহকদের সই জাল ও তাদের চেক রেখে দিয়ে আমি ৬২ লাখ টাকা উত্তোলন করেছি। এঘটনায় আমার সঙ্গে  অন্য কেউ জড়িত নেই।’

ব্যাংকের  ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘৬২ লাখ টাকা জালিয়াতির ঘটনা ঘটেছে। গ্রাহকদের টাকা খুব দ্রুত ফেরত দেওয়া হবে। অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কালিহাতী থানার এসআই  ওহাব মিয়া বলেন, ‘ব্যাংক ঘেরাওয়ের  ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। টাকা আত্মসাতের বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সঙ্গে বসেছিল। কর্তৃপক্ষ টাকাগুলো ফেরত দেওয়ার আশ্বাস দিলে উত্তেজিত গ্রাহকরা শান্ত হন।’

 

 

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক