X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রতিবাদী না হলে সংকট দেখা দেবে: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১৯:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৯:৫০

বক্তব্য রাখেন মেয়র সেলিনা হায়াৎ আইভী সততার অনেক বেশি অভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে। আমাদের সাহস অনেক কমে গিয়েছে। অর্থবিত্তের পাশাপাশি আমাদের নৈতিকতার অনেক বেশি প্রয়োজন। প্রতিবাদ করা প্রয়োজন। সাহস অনেক বেশি দেখানো প্রয়োজন। সৎ, সাহসী ও প্রতিবাদী না হলে হিন্দু-মুসলমান ও ধনী-দরিদ্র দ্বন্দ্ব লেগে থাকবে। পেঁয়াজের সংকট দেখা দেবে, লবণ ও চিনির সংকট দেখা দেবে।’

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু সড়কে  গ্রান্ড হল রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েলের এক বছর পূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমরা প্রত্যেকে সেলফিশ হয়ে যাচ্ছি। নিজের একটা ফ্ল্যাট করছি, ফ্ল্যাট ভালোভাবে সাজাচ্ছি, বাচ্চাদের স্কুলে নিয়ে আসছি-দিচ্ছি, গরিবদের সঙ্গে শিশুকে মিশতে দিচ্ছিনা, এভাবে আমরা সমাজ বিচ্ছিন্ন শিশু তৈরি করছি। এতে ভবিষ্যতে শ্রেণিবৈষম্য প্রকট হবে। সামাজিক নিরাপত্তাহীনতা বাড়বে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।’

মেয়র বলেন, ‘ত্বকী হত্যার পর ত্বকীর বাবা-মা প্রতিবাদ করেছিলেন, আমরা নারায়ণগঞ্জবাসী তাদের পাশে দাঁড়িয়েছিলাম। গডফাদারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছি। একইভাবে আপনার প্রতিবাদটা আপনি করেন, দেখবেন সবাই পাশে এসে দাঁড়াবে।’

অনুষ্ঠানে ক্লাব সভাপতি সুব্রত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন রোটারি বাংলাদেশের ডিজি (ইলেক্ট) রুবায়েত হোসেন, রোটারি জি এস আর ইকবাল হোসেন, পি ডি জি আলমগীর হোসেন ও প্রোগ্রাম চেয়ারম্যান এম সোলায়মান হোসেন।   

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সোনার ভ‌রি ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক