X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাপার যুগ্ম মহাসচিব!

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ০৯:৪৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১২:৪১

নুরুল ইসলাম দীপু গাজীপুরের সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম দীপুকে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব করায় শনিবার (২৫ জানুয়ারি) প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে মহানগর যুবলীগ। তারা দীপুকে জাপার যুগ্ম মহাসচিব পদ থেকে তিন দিনের মধ্যে বাদ দেওয়ার আল্টিমেটামও দিয়েছে।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী তিন দিনের মধ্যে দীপুকে জাপার যুগ্ম মহাসচিব পদ থেকে অপসারণ না করলে গাজীপুরে যেখানেই জাপার নেতাকর্মীদের দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। আওয়ামী লীগের কোনও অনুষ্ঠানেও যেন জাপার নেতাকর্মীরা অংশ না নেন।

যুবলীগের বিক্ষোভ মিছিল এ ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে আসছিল। এরই মধ্যে দীপুসহ জাপার নেতাকর্মীদের টঙ্গীতে অবাঞ্ছিত ঘোষণা করে টঙ্গী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। শুক্রবার বিকালে বিক্ষুব্ধ লোকজন দীপুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। দীপু বর্তমানে ইউরোপে পলাতক রয়েছেন। এর আগে তিনি জাপার সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ২০০৪ সালে আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড মামলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছাড়াও বিএনপি ও জাপার নেতাকর্মীদেরকেও একই মামলায় আসামি করা হয়। দীপু তৎকালীন জাপার ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।

প্রসঙ্গত, আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-২ আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে