X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে ডিসির অনুরোধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০২:০৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ০২:০৫





প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে ডিসির অনুরোধ খাদ্য, ওষুধ ক্রয়, চিকিৎসা ও মৃতদেহ সৎকার কাজ ব্যতীত কাউকে বাড়ির বাইরে বের না হতে অনুরোধ করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (২৩ মার্চ) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার জেলাবাসীর প্রতি এ অনুরোধ জানান।




প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি থাকবে। তবে, কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান, হাসপাতাল ও জরুরী সেবার জন্য এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। এ সময় অফিসের কাজ অনলাইনে সম্পাদন করা হবে। তবে সরকারি অফিসের মধ্যে যারা প্রয়োজন মনে করবে, তারা অফিস খোলা রাখবে। গণপরিবহন চলবে সীমিত আকারে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংক সেবা চলবে। জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিতের সুবিধার্থে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তারা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা করবে। এছাড়া, সবরকম সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ধর্মপ্রাণ ব্যক্তিদের ইসলামি ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক চলতে বিশেষ অনুরোধ করা হয়েছে। অসুস্থ, জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তিদের মসজিদে না যেতে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার জানান, বর্তমানে (২৩ মার্চ বিকাল পর্যন্ত) মুন্সীগঞ্জে হোম কোয়ারেন্টিন আছেন ৫১৪ জন। তবে, হোম কোয়ারেন্টিন না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে যাতে অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক এস এম শফিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সামিউল মাসুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক